নোয়াখালীর ভূঞার হাটে অবাধে মাদক ব্যবসার অভিযোগ

328
কবিরহাট, নোয়াখালী
কবিরহাট, নোয়াখালী
নিজস্ব প্রতিবেদক:
 

নোয়াখালীর কবিরহাট উপজেলার ভূঞারহাটে দিনেদুপুরেই মাদক ব্যবসা চলছে বলে অভিযোগ স্থানীয়দের। তবে রাজনৈতিক চাপে পড়ার আশঙ্কায় নাম প্রকাশ করতে রাজি হননি অভিযোগকারীদের কেউই।

 
অভিযোগকারীদের মতে এ মাদক ব্যবসার সঙ্গে পরোক্ষভাবে জড়িয়ে আছেন অনেক রাঘববোয়াল। যাদের কেউ কেউ ক্ষমতাসীন রাজনৈতিক দলের, আবার প্রশাসনিক লোক থাকতে পারে বলেও ধারণা তাদের। অন্যথায় সরাসরি ইয়াবা, গাঁজা সহ নিষিদ্ধ মাদকদ্রব্য বিক্রির সাহস পেত না মাদক কারবারিরা।
 
স্থানীয় সূত্রে জানা যায়, ভূঞার হাট দৌলত রামদি গ্রামের মকবুল আহমেদ ড্রাইভারের ছেলে ফখরুল ইসলাম শাহিন এবং তার তৃতীয় স্ত্রী রিনু এ মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িত। তবে ফখরুল ইসলাম শাহিনের স্ত্রী রিনু বিভিন্ন জায়গায় একাধিক নাম ব্যবহার করেন বলে জানা গেছে। রিনুর স্থায়ী ঠিকানা বাটাইয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে।
 
স্থানীয় সূত্রে আরও জানা যায়, সেখানকার বর্তমান মেম্বার বাবুল মেম্বার বাড়ির রোড ও সামাদ আলী হাজী বাড়ি রোডেই অধিকাংশ সময় তাদের মাদক কারবারি চলে।
 
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাংলাবার্তাকে বলেন, গত দুই বছর যাবৎ সচারাচর মাদক কারবারি চললেও মুখ খোলার সাহস পান না স্থানীয়রা। এমনকি এর পেছনে ক্ষমতাসীন দলের অনেকেই জড়িত থাকতে পারে বলে ধারণা সবার।
 
তারা বলেন, থানায় লিখিত অভিযোগ বা মামলা না করলেও মৌখিকভাবে বিভিন্ন সময় প্রশাসনের নিকট এ অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু অভিযোগ পেয়েও প্রশাসনের নীরবতাই এখন চিন্তার কারন হয়ে দাঁড়িয়েছে। ফলে স্থানীয় যুবকদের মধ্যে দ্রুতই মাদকের সয়লাবের আশঙ্কা করছেন সবাই।
 
এ বিষয়ে কবিরহাট থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান বাংলাবার্তাকে বলেন, এ ধরণের কোনো অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে আমরা অবশ্যই ব্যবস্থা নিতাম। তাছাড়া মাদকের বিরুদ্ধে আমরা সবসময় কঠোর। অভিযোগ বা কোনো প্রমাণ পেলে আমরা ব্যবস্থা নিবো।
এমএইচ/বাংলাবার্তা