আফ্রিকা ফেরত ২ ক্রিকেটারের শরীরে ওমিক্রন সনাক্ত

করোনা ভাইরাস
করোনা ভাইরাস

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে এই প্রথম দুই নারী ক্রিকেটারের শরীরে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সনাক্ত হয়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ওমিক্রন আক্রান্ত দুই নারী ক্রিকেটার আফ্রিকার দেশ জিম্বাবুয়ে থেকে ফিরেছেন।

এর আগে গত ৬ ডিসেম্বর রাতে স্বাস্থ‌্য অধিদপ্তরের মহাপরিচালক সাংবাদিকদের বলেন, ১ ডিসেম্বর জাতীয় মহিলা ক্রিকেট দল জিম্বাবুয়ে থেকে ফিরে আসলে তাদের সবাইকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে পাঠানো হয়।

গত ১, ৩ এবং ৫ ডিসেম্বর তিন দফায় তাদের করোনা পরীক্ষা করা হয়েছে। তৃতীয় টেস্টের পর সোমবার দুই ক্রিকেটারের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। নারী ক্রিকেট দলের সবাই আইসোলেশনে রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের দুই কর্মকর্তা নিয়মিত তাদের দেখাশোনা করছেন।

 

এমডি/এমএইচ/বাংলাবার্তা