Thursday, November 13, 2025
Homeআন্তর্জাতিকবিশ্বের সবচেয়ে নিরপরাধ দেশ কাতার

বিশ্বের সবচেয়ে নিরপরাধ দেশ কাতার

নিউজ ডেস্ক:
 
বিশ্বের সবচেয়ে কম অপরাধপ্রবণ দেশের তালিকার শীর্ষে উঠে এসেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিশরের অবরোধের পরও উন্নতির দিকেই ধাবিত হচ্ছে দেশটি।
সম্প্রতি আন্তর্জাতিক সন্ত্রাস জরিপকারী সংস্থা নামবেও ক্রাইম ইনডেক্সের প্রকাশিত এক প্রতিবেদনে সবচেয়ে কম অপরাধপ্রবণ দেশের তালিকায় ফের শীর্ষে উঠে এসেছে দেশটির নাম। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সেখানকার প্রবাসীরা। এছাড়া প্রবাসীদের সেখানকার আইন কানুন মেনে চলার অনুরোধ জানান শ্রম কাউন্সিলর।
 
বিশ্বের ১৩৩টি দেশ ও শহরের অপরাধ পরিক্রমা পর্যালোচনা করে তালিকাটি প্রকাশ করেছে নামবেও ক্রাইম ইনডেক্স। সেখানে ১০০ পয়েন্টের মধ্যে ৮৮ দশমিক ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান কাতারের।
২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত আরব অঞ্চলের সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে নির্বাচিত হয়ে এসেছে কাতার। এছাড়া অন্যান্য বৈশ্বিক র‌্যাংকিংয়েও কাতারের উন্নয়ন চোখে পড়ার মতো।
 
সূত্র: মিডল ইস্ট মনিটর
এমডি/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments