Friday, July 11, 2025
Homeসাহিত্যকবিতারূপের বাহারি

রূপের বাহারি

মোস্তাফিজুর রহমান বাবু

কি রূপের বাহারি তুমি!

কাহারে দেখাবার তরে এতো সাজো?

কত ঋতুতে, কত সাজ,হ্যারাও আজো।

বাঁচো গো বাঁচো,রুপের বাসুকি ডোরে বাঁচো,

দিব্য রুপে সাজো।

তোমার কুঞ্জকানন জুড়িয়া

পাখির গুঞ্জন ছড়িয়া,

প্রমোদে লহো নিসর্গ ভরিয়া।

তোমারি হেমরূপে-

ঝামটা লেজের নর্তন

গাহিয়া যাই খঞ্জন,

মধুমাখা সুরে-স্বরে ধরিয়া রাগিনি

কনক হাসির পুষ্পরানি,

মৃদু হাসি দিনু,নবফুল সোহাগিনি।

লাভনু মাতন হেনরূপো নিহারি,

বাংলা আমার রূপের বাহারি।

নিরালা সরোজিনীর ঝাড়ে

সরোজ হাসকুটে,

অর-বিন্দ ফুটে।

ঋতুতে ঋতুর সাজে-

বসন্ত পলাশে,

কান্তারে জুড়ে অন্তর

কত রূপের বাহারে ভরে প্রান্তর!

কালো মেঘের গর্জনে বারিবর্ষণ

নিঝরণীর ঝনঝন অশ্রুবিসর্জন,

পানে পানে রূপের আলোড়ন।

লাভনু মাতন হেনরূপো নিহারি,

বাংলা আমার রূপের বাহারি।

(মোস্তাফিজুর রহমান বাবু মহেশখালী উপজেলার মাতারবাড়ীর ব্যবসায়ী দেলোয়ার হোছাইনের কনিষ্ঠ ছেলে)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments