চবি কবিরহাট স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে নজরুল, ইরফান

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত নোয়াখালীর কবিরহাট উপজেলার শিক্ষার্থীদের সংগঠন কবিরহাট স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি মনোনীত হয়েছেন চবির রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নজরুল ইসলাম রায়হান এবং সাধারণ সম্পাদক রসায়ন বিভাগের শিক্ষার্থী ইরফান উদ্দিন সিদ্দিকী।

রোববার (২১ জানুয়ারি) রাত ১০টা অনলাইনে একটি সভায় অ্যাসোসিয়েশনের ২০২৪ সেশনের ৪ সদস্যের প্রাথমিক কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির অন্য দুই সদস্য হলেন- সহসভাপতি তুষার শুভ এবং সাংগঠনিক সম্পাদক তানভীর রেদোয়ান।

সাধারণ সম্পাদক আসিফুল হাসান নতুন কমিটি ঘোষণা করেন। এসময় তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নোয়াখালীর কবিরহাট উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কবিরহাট উপজেলা স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের ২০২৪ সালের আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হলো। পাশাপাশি আগামী ৭ দিনের মধ্যে নতুন কমিটির নেতৃবৃন্দকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পরামর্শ রইলো।

সদ্য বিদায়ী সভাপতি মোহাম্মদ আজহারের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, অ্যাসোসিয়েশনের সাবেক সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আসিফুল হাসান, নূর আলম সুমন এবং জোবায়ের হোসেন রিফাত, আব্দুর রাজ্জাক ফুয়াদসহ বর্তমান সদস্যবৃন্দ।