কোম্পানীগঞ্জের চর কলমীতে ভূমি ফিরে পেতে ভূমিহীনদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৮ নং চর এলাহী ইউনিয়নের চর কলমীতে নিজেদের বসবাস করা ভূমি ফিরে পেতে মানববন্ধন করেছে চর কলমী মৌজার ভূমিহীন পরিবার।

গতকাল বুধবার সকাল ১১টায় ৮নং চর এলাহী ইউনিয়নের দক্ষিণ পশ্চিমাঞ্চলের চর কলমীতে বসবাস করা প্রায় শতাধিক মানুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

তাদের দাবী- ৮নং চর এলাহী ইউনিয়নের দিয়ারা জরিপি সাবেক ৩৫ নং চর কলমী মৌজার ১-৫ নং সিটের নদী ভাঙা সাধারণ ভুমিহীন পরিবার তারা। এখানেই তাদের বাড়িঘর রয়েছে এবং দীর্ঘ ৩৭ থেকে ৩৮ বছর ধরে এখানে বসবাস করে আসছেন তারা। দিয়ারা জরিপে ওই মৌজার গেজেটে সম্পূর্ণ ভূমি সরকারি খাস ভূমি হিসেবে গেজেট প্রকাশ করা হয়। কিন্তু ভুমিদস্যু তাদের নামে বিভিন্ন দিয়ারা খতিয়ান করে।

মানববন্ধনকারীরা বলেন, বর্তমান চলমান বিএস জরিপে ভূমিগুলো ৩২নং চর কলমী হিসেবে জরিপ হচ্ছে। এ ভূমির বর্তমান জরিপ কর্মচারীরা মোটা টাকার বিনিময়ে বিভিন্ন ভূমিদস্যদের নামে খতিয়ান করছে। এ অবস্থায় আমরা ৩২নং চর কলমী মৌজার বিএস জরিপ ১-৬ নং সিট বাতিল চাই। একই সঙ্গে জোরপূর্বক দখল করা চিংড়ি মাছের প্রজেক্ট এবং ভুয়া বন্দোবস্তকারী খতিয়ান ও ভুয়া খতিয়ানগুলো বাতিল চাই।

তারা জানান, উক্ত মৌজায় তাদের পক্ষে মহামান্য হাইকোর্ট রিট নং – ৫১৯৪/০৪ এবং রিট নং – ১২২৮/১৪ চলমান আছে এবং নোয়াখালীর কোম্পানীগঞ্জ সহকারী জজ আদালতে ১১৫/০৮ মামলা চলমান রয়েছে।

এসময় তারা দীর্ঘদিন ধরে বসবাস করে আসা বর্তমান বিএস জরিপ ৩২ নং চর কলমী মৌজার জরিপ বাতিল, চিংড়ি মাছের প্রজেক্ট বাতিল এবং ভূয়া খতিয়ান ও বন্দোবস্ত গুলো বাতিল করার জন্য আবেদন জানান মহামান্য হাইকোর্টের কাছে। পাশাপাশি দীর্ঘ ৩৭ থেকে ৩৮ বছর ধরে বসবাস করে আসা তাদের ভূমি ফিরে পেতে নোয়াখালী জেলা প্রশাসকের নিকট আকুল আবেদন জানান।