মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা চবি ছাত্রলীগ সভাপতির

228
নিজস্ব প্রতিবেদক:
মাদকের আখড়া এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দিন দিন বেড়েই চলেছে এ মাদক সেবন ও তার ব্যবসা। এ নিয়ে রীতিমতো নিস্তব্ধ চবি প্রশাসন। ছাত্র সংগঠনগুলোর কিছু নেতা ও প্রশাসনের অসাধু কিছু কর্মকর্তাদের জন্য যোগসাজশ থাকায় পুলিশ প্রশাসনও তাদের পাকড়াও করতে ব্যর্থ।
কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল মাদকমুক্ত ক্যাম্পাস গড়ার ঘোষণা দিয়েছেন। তিনি মাদক বিক্রেতা এবং ক্রেতা উভয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে স্টেটাস দিয়ে তিনি এ হুশিয়ারি দেন। তিনি রুবেল বলেন, মাদক মেধাবীদের ধ্বংসের হাতিয়ার। বিশ্ববিদ্যালয়ে মাদক ক্রয়-বিক্রয় বন্ধে আমরা সবধরনের ব্যবস্থা গ্রহণ করবো। এব্যাপারে আমরা উপাচার্য ম্যাম, প্রক্টর স্যার, প্রশাসন ও পুলিশ ভাইদের সহযোগিতা নিয়ে কাজ করবো।
ছাত্রলীগ সভাপতির এ উদ্যোগের ব্যপারে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, ছাত্রলীগের এধরনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। ক্যাম্পাসকে মাদকমুক্ত করতে সবধরনের সহযোগিতা করা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা যেন মাদকের সাথে জড়িয়ে না পাড়ে সে জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সজাগ রয়েছে।
হাটহাজারী থানার ওসি মাসুদ আলম বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাদক মুক্ত থাকে। কিন্তু কিছু অসাধু চক্রের জন্য ভিবিন্ন সময়ে আমাদের সহজ কাজটা কঠিন হয়ে পড়ে।
এমডি/এমএইচ/বাংলাবার্তা