শিক্ষা বার্তা: মার্কেটিং বিভাগে না পড়ায় আক্ষেপ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মার্কেটিং বিষয়ে পড়াশোনা করলে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দেশকে আরও ভালোভাবে তুলে ধরতে পারতেন বলে মনে করেন তিনি। শুক্রবার (১৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দিনব্যাপী রজতজয়ন্তী উদ্যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এমন আক্ষেপ করেন।
দীপু মনি বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের আগে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছি। আমাদের দেশের রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত আছে, কিছু হলেই বলে দেশ বিক্রি করে দিয়েছি। আমাদের নিজেদের মধ্যেও এটা নিয়ে খুব হাসিঠাট্টা হতো। কথায় কথায় যে বিরোধী দল বলত দেশ বিক্রি করেছি, তো কত টাকায় বিক্রি হলো? আমার একসময় মনে হলো, আসলে এটা তো গালি না। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমার কাজ ছিল আসলে সারা দুনিয়ার কাছে দেশটাকে তো বিক্রিই করা! আমার দেশে কী আছে, আমার দেশ কেমন, সেটাকে সবচেয়ে ভালোভাবে বিশ্বের কাছে তুলে ধরা। তবে আমার যদি মার্কেটিং বিষয়ে একটা ডিগ্রি থাকত, তাহলে সেই কাজটি আরও ভালোভাবে করতে পারতাম।’
এমএ/বাংলাবার্তা