ওমানে ওমিক্রনের প্রভাব ফের বন্ধ হচ্ছে মসজিদ

299
বাংলাবার্তা ডেস্কঃ দক্ষিণ আফ্রিকা থেকে ছড়ানো মহামারি করোনার নতুন প্রজাতি ওমিক্রনের প্রভাবে ওমানে আবারও বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে দেশটির সুপ্রিম কমিটি।
বুধবার (১৫ই ডিসেম্বর) অনলাইন জারি করা বিবৃতিতে সুপ্রিম কমিটি জানায়, আজ (বুধবার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, মসজিদ, বিনোদন কেন্দ্র, হল, বিয়ের অনুষ্ঠান, শোক দিবসসহ সব ধরনের অনুষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসময় বিবৃতিতে, সুপ্রিম কমিটির সিদ্ধান্ত লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর দুইজন দক্ষিণ আফ্রিকা ফিরত ওমানি নাগরিকের দেহে প্রথম ওমিক্রন ভাইরাস সনাক্ত করা হয়।

তাছাড়া, ১৪ই ডিসেম্বর আরও আফ্রিকা ফিরত ১২ জনের দেহে সন্দেহজনক ওমিক্রন সনাক্ত করা হয়। বর্তমানে, সবাই স্বাস্থ্য মন্ত্রণালয় পর্যবেক্ষণে রয়েছেন।

আরডি/