Thursday, November 13, 2025
Homeজাতীয়করোনা চিকিৎসকদের জন্য সুজিয় রায়ের উপহার

করোনা চিকিৎসকদের জন্য সুজিয় রায়ের উপহার

নিজস্ব প্রতিবেদক: বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর তত্ত্বাবধানে করোনাযোদ্ধা চিকিৎসকদের জন্য শুভেচ্ছা উপহার সামগ্রী দেয়া হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের জন্য শুভেচ্ছা উপহার সামগ্রী ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হকের নিকট হস্তান্তর করেন ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন ডা. দেবাশীষ, ঢাকা মেডিকেল কলেজের রেজিস্ট্রার সার্জারি বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির সদস্য ডা. শাফায়েত মাহমুদ শান্তুনু, এসিস্ট্যান্ট ডিরেক্টর ডা. মোঃ আশরাফুল আলম, ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারন সম্পাদক ডা. শাহরিয়ার খান, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হারুনুর রশিদ, আমিনুর রশিদ দুলাল, মিজানুর রহমান মিজান, রাশেদুল ইসলাম রাশেদ, আকাশ জয়ন্ত গোপ, ইদ্রিস মল্লিক প্রমুখ।

এসএস/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments