Thursday, November 13, 2025
Homeতারুণ্যবিনামূল্যে শিক্ষার্থীদের জন্য সিলসার "দ্য রাইট টার্ন"

বিনামূল্যে শিক্ষার্থীদের জন্য সিলসার “দ্য রাইট টার্ন”

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

উচ্চমাধ্যমিকে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন ইভেন্ট “দ্যা রাইট টার্ন” আয়োজন করেছে সিলসা। আগামী ১১ আগষ্ট থেকে ১৫ আগষ্ট অনুষ্ঠিত হবে এই প্রোগ্রামটি।

বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন সেকেন্ডারি অ্যান্ড ইন্টারমিডিয়েট লেভেল স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন (সিলসা) এটি আয়োজন করেছে।

প্রোগ্রামটিতে উচ্চমাধ্যমিকে অধ্যয়নরত এবং পরীক্ষার্থী অংশ নিতে পারবেন। একাডেমিক পড়াশোনার সঙ্গে মিল রেখে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের প্রস্তুতি কিভাবে নেব? কিভাবে পড়তে হয়? এডমিশনের পড়া কলেজে থাকা অবস্থায় পড়া উচিত কিনা? কতটুকু পড়লে একাডেমিক পড়া আর এডমিশনের পড়ার মধ্যে ব্যালেন্স রাখা সম্ভব হবে? একাডেমিক পড়া কিভাবে পড়লে সেটা এডমিশনেও ইফেক্টিভলি কাজে লাগবে? একরকম হাজারো প্রশ্ন শিক্ষার্থীদের মনের মধ্যে ঘুরপাক খায়। এসবের সমাধান মিলবে এই প্রোগ্রামে।

প্রোগ্রাম স্পিকার হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিটে প্রথম স্থান অধিকারী জাকির হোসেন এবং সিলসার সিইও মোঃ আবদুল্লাহ সহ বিশ্ববিদ্যালয় পড়ুয়া একঝাঁক মেধাবী শিক্ষার্থী।

এমডি/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments