নেতৃত্ব যার পছন্দ

মূর্ধন্য দীপু: শেখ আব্দুল্লাহ ইয়াছিন, ডাক নাম আব্দুল্লাহ। বন্ধুমহলে সমাজকর্মী হিসেবেই অধিক পরিচিত। পড়াশোনার পাশাপাশি জড়িত আছেন একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে।

এক টাকায় বৃক্ষরোপণ নামক পরিবেশবাদী একটি সংগঠনের কনভেনার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। দুই বছর আগে প্রতিষ্ঠা হওয়া সংগঠনটি পরিবেশ রক্ষা ও সবুজায়ন নিয়ে কাজ করছে। প্রথম দিকে সংগঠনটি চট্টগ্রাম বিভাগে কাজ শুরু করলেও ধীরে ধীরে সংগঠনটি পুরো দেশে কার্যক্রম বিস্তৃত করছে।
তিনি পথশিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত ও মান উন্নয়ন নিয়ে কাজ করছেন দীর্ঘদিন। নগরফুল হলিডে স্কুল নামক একটি সামাজিক সংগঠনের বর্তমান কোর্ডিনেটর হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। শিশুদের কথা বলতে জাতীয় সংসদের মেম্বারস ক্লাবে অনুষ্ঠিত বাংলাদেশ প্রজন্ম সংসদে নিজ আসনের সংসদ সদস্য হিসেবে এতে অংশগ্রহণ করেন।

এসবের পাশাপাশি লেখালেখিও করতে পছন্দ করেন তিনি। দেশের সবুর্ণজয়ন্তীতে তার প্রথম শিশু কিশোর গল্পগ্রন্থ সানবির রংতুলি প্রকাশিত হয়। হ্যালো বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের মধ্যে দিয়ে তার লেখার হাতেখড়ি। পরবর্তীতে তিনি কিডস বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম, জনকণ্ঠ, রাইজিং বিডি সহ একাধিক পত্রিকায় লেখালেখি করেছেন। বিতর্কেও তার বেশ পারদর্শীতা আছে। ছিলেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ ডিবেটিং সোসাইটির চিফ এক্সিকিউটিভ। সারা দেশের ক্যান্টনমেন্টের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন বাংলাদেশ ক্যান্টনমেন্টিয়ান স্টুডেন্ট কমিউনিটির মিডিয়া উইংয়ের জুনিয়র মিডিয়া অফিসার হিসেবেও বর্তমানে দায়িত্ব পালন করছেন।

আব্দুল্লাহ ক্যামরায় সমাজের গল্প বলতে ভালোবাসেন। শখের বশে তৈরি করেছেন কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। পথশিশু শিক্ষার অধিকার নিয়ে তার নির্মিত শর্টফিল্ম ‘স্বপ্ন’ ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কতৃক আয়োজিত সম্প্রতির উৎসবে চতুর্থ স্থান ও সিনেমেকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মেনশন এওয়ার্ড লাভ করে। করোনাকালীন মানসিক স্বাস্থ্য নিয়ে নির্মিত তার শর্টফিল্ম ‘সাইকোনিউরোসিস’ বঙ্গচিত্রা শর্টফিল্ম ফেস্টিভ্যাল ২০২০ এ বেস্ট ডকমেন্টরি পুরস্কার অর্জন করে।

বাংলাদেশের একমাত্র মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী নিয়ে হালদা গবেষক ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের বায়োলজি ডিপার্টমেন্টের প্রধান ড. শফিকুল ইসলামের সহকারী হিসেবে হালদা রিসার্চেও তিনি সহায়তা করছেন।

আব্দুল্লাহর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি একজন ভালো মানুষ হতে চাই। মানুষের জন্য কাজ করতে চাই।

এমডি/এমএইচ/বাংলাবার্তা