Thursday, November 13, 2025
Homeবিভাগজেলার খবরমহেশপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা

মহেশপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা

নিজস্ব প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শিবানন্দপুর গ্রামে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

এই ঘটনায় রবিবার (১৮ অক্টোবর) মহেশপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

পারিবারিক ও থানা সূত্রে জানা যায়, শিবানন্দপুর গ্রামের সস্তার বাজার পাড়ায় এক সন্তান নিয়ে বসবাস করেন প্রবাসীর স্ত্রী। ঐ গ্রামের হাবিবুর রহমানের ছেলে ফারুক হোসেন ও ফজলুর রহমানের ছেলে তরিকুল দীর্ঘদিন ধরে তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিল।

গত ২৩ সেপ্টেম্বর রাতে প্রকৃতির ডাকে ঘরের বাইরে বের হলে পূর্ব পরিকল্পিতভাবে ঔৎ পেতে থাকা ফারুক হোসেন ঘরের মধ্যে লুকিয়ে থাকে। উক্ত নারী ঘরে ঢুকলে ফারুক তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। ঐ নারী ফারুককে আটকানোর চেষ্টা করলে একই গ্রামের শাহাদত হোসেনের ছেলে রফিকুল ইসলাম, গোলাম মোস্তফার ছেলে জামাল হোসেন, শাহার আলীর ছেলে বাপ্পী অজ্ঞাত আরও ৪-৫জন নারীকে লাঞ্ছিত করে ফারুককে ছিনিয়ে নিয়ে যায়।

পরদিন স্থানীয় ইউপি সদস্য ওয়াশিম আকরাম বিচারের আশ্বাস দিয়ে দীর্ঘদিন বিষয়টি ঝুলিয়ে রাখেন। ঐ নারী বিচার চাইলে তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। রবিবার ঐ নারী বাদী হয়ে মহেশপুর থানায় এজাহার দায়ের করেছেন।

এবিষয়ে

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই সুব্রতোর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফএম/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments