
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার জেলার ঈদগাহ থানায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেল’র জন্মদিন পালন করেছে থানা ছাত্রলীগ।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রার্থী মোহাম্মদ সোহেলের নেতৃত্বে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের বিদেহ আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে মোহাম্মদ সোহেল বলেন, শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের কাছে ভালবাসার নাম। অবহেলিত, পশ্চাৎপদ, অধিকার বঞ্চিত শিশুদের আলোকিত জীবন গড়ার প্রতীক হয়ে গ্রাম-গঞ্জ-শহর তথা বাংলাদেশের বিস্তীর্ণ জনপদ-লোকালয়ে শেখ রাসেল আজ এক মানবিক সত্তায় পরিণত হয়েছেন। মানবিক চেতনা সম্পন্ন সব মানুষ শেখ রাসেলের মর্মান্তিক বিয়োগ বেদনাকে হৃদয়ে ধারণ করে বাংলার প্রতিটি শিশু-কিশোর তরুণের মুখে হাসি ফোটাতে আজ প্রতিশ্রুতিবদ্ধ।
এসময় ঈদগাহ ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল হাকিম নুকি, ঈদগাহ ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মনছুর, ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ঈদগাহ ইউনিয়ন ছাত্রলীগের তৃণমূলের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএস/এফএম/বাংলাবার্তা