Thursday, November 13, 2025
Homeস্বাস্থ্যকরোনাভাইরাসকরোনায় বাতিলই হলো প্রাথমিক সমাপনী পরীক্ষা

করোনায় বাতিলই হলো প্রাথমিক সমাপনী পরীক্ষা

নিজস্ব প্রতিনিধিঃ
 
করোনাভাইরাসের কারণে অবশেষে এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি),এবতেদায়ী পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
 
তবে শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষার বদলে বার্ষিক পরীক্ষা দিতে হবে।
 
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে।
 
জানা যায়, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এ বছর পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) পরীক্ষা না নেয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
গত সপ্তাহে পিইসি ও ইইসি পরীক্ষা বাতিলে সারসংক্ষেপ প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সম্মতি দিয়ে সেটি মঙ্গলবার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
 
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবার প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার গ্রহণ না করার বিষয়টি প্রধানমন্ত্রী সম্মতি জ্ঞাপন করেছেন। এবার স্কুলে বার্ষিক পরীক্ষা নেব।’
 
এমএইচ/এফএম/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments