Thursday, November 13, 2025
Homeজাতীয়অনলাইন ক্লাসের ফি আদায় কেন অবৈধ হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

অনলাইন ক্লাসের ফি আদায় কেন অবৈধ হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদকঃ

করোনা প্রাদুর্ভাবের আগের নির্ধারিত ফি অনলাইন ক্লাসের জন্য আদায় করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

শিক্ষা মন্ত্রণালয় সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর, প্রাথমিক শিক্ষা অধিদফতর কর্তৃপক্ষকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

সোমবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনীক আর হক, আসিফ বিন আনওয়ার ও তানভির কাদের। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জেসমিন সুলতানা শামসাদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল সামীউল আলম সরকার।

পরে ব্যারিস্টার অনীক আর হক জানান, আদালত স্কুলগুলোকে কোভিড-১৯ চলাকালে অনলাইন ক্লাসের জন্য আদায়যোগ্য ফি বিষয়ে তিন মাসের মধ্যে একটি পরিকল্পনাসূচি প্রস্তুত করে তা সরকারের কাছে দেয়ার নির্দেশ দিয়েছেন।

এর আগে কোভিড-১৯ পূর্ববর্তী নির্ধারিত ফি কোভিড-১৯ চলাকালে আদায় করার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ব্যারিস্টার তানভীর কাদেরসহ দুজন। সেই রিটের প্রাথমিক শুনানি করে রুল জারি করলেন আদালত।

এমডি/এফএম/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments