Thursday, November 13, 2025
Homeশিক্ষাক্যাম্পাসআট দফা দাবিতে কুবি কর্মচারী সমিতির অবস্থান কর্মসূচি

আট দফা দাবিতে কুবি কর্মচারী সমিতির অবস্থান কর্মসূচি

কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) এবার আট দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি।
 
সোমবার সকাল ১০টা থেকে প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্যের পাদদেশে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন কর্মচারীরা।
 
অবস্থান কর্মসূচিতে কর্মচারী নেতারা বলেন, আমাদের দাবিগুলো এমন কোনো দাবি নয় যা আমাদের দেওয়া সম্ভব নয়, আমরা যা চেয়েছি তা আমাদের অধিকার। আমাদের সবগুলো দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। অনতিবিলম্বে আমাদের দাবিগুলো মেনে নিতে হবে।
 
এ সময় কর্মচারীরা দাবি আদায় না হলে মঙ্গলবারও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয়।
 
এর আগে আট দফা দাবির প্রেক্ষিতে প্রশাসনের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য রবিবারও কর্মচারীরা মানববন্ধন করেন।
 
কর্মচারীদের আট দফা দাবিগুলো হল- জ্যেষ্ঠতার ভিত্তিতে শূন্যপদে নিয়োগে মৌখিক পরীক্ষা পর্যন্ত অংশগ্রহণকৃত আপগ্রেডেড অভ্যন্তরীণ সকল প্রার্থীকে নিয়োগ দেওয়া, কর্মচারীদের জন্য যুগোপযোগী নীতিমালা প্রণয়ন ও সংশোধন, ল্যাব টেকনিশিয়ানদের প্রস্তাবিত সময়সীমা নীতিমালায় সংযুক্ত করা, যাদের বিভাগীয় মামলা ও সাময়িক বহিষ্কারাদেশ আছে তাদের সাধারণ ক্ষমা করা।
 
এ ছাড়া ওভারটাইম কর্ম ঘণ্টা বৃদ্ধি ও স্কেল অনুযায়ী আর্থিক সুবিধা দিয়ে নীতিমালা প্রণয়ন, কর্মচারীদের উচ্চশিক্ষার প্রশাসনিক অনুমতি এবং সার্টিফিকেট নথিভুক্তকরণ করা, যথাসময়ে সরাসরি নিয়োগপ্রাপ্ত এবং আপগ্রেডেড কর্মচারীদের স্থায়ীকরণ এবং ইলেকট্রিশিয়ান ও প্লাম্বারদের পদ তৃতীয় শ্রেণিতে ভুক্তকরণ।
এসএইচ/এমডি/এফএম/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments