Thursday, November 13, 2025
Homeতারুণ্যরক্তদাতা সংগঠন কণিকা’র নতুন কার্যনির্বাহী কমিটি

রক্তদাতা সংগঠন কণিকা’র নতুন কার্যনির্বাহী কমিটি

নিজস্ব প্রতিবেদকঃ
 
স্বেচ্ছায় রক্তদান সংগঠন কণিকা’র নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচন সম্পন্ন হয়েছে।
 
চট্টগ্রামের জিইসি মোড়ে সংগঠনটির প্রধান কার্যালয়ে সোমবার বার্ষিক সাধারণ সভা শেষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
 
এতে সর্বসম্মতিক্রমে আব্দুল্লাহ আল মাসউদ নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি এবং মো. তারেক সাব্বির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মো. জামিউল ইসলাম জামিল।
 
এর আগে বেলা এগারোটায় কণিকা’র সহপ্রতিষ্ঠাতা সাঈদ আহমদ নাসিফের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে সপ্তম বার্ষিক সাধারণ সভা -২০২০ শুরু হয়।
 
সভা পরিচালনা করেন সংগঠনটির আরেক সহপ্রতিষ্ঠাতা সাইফুল্লাহ মুনির।
 
এসময় পরে সভায় ২০১৯-২০ কার্যনির্বাহী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সায়েম বিগত বছরের সাংগঠনিক কার্যক্রমের বার্ষিক প্রতিবেদন পেশ করেন।
 
এতে তিনি বলেন, ‘আমি গত একবছর সভাপতির দায়িত্বে থেকে চেষ্টা করেছি কণিকাকে এগিয়ে নেয়ার, কণিকাকে ঘিরে আমাদের যে প্রত্যাশা তা পূরণ করার। তবুও আমাদের যা যা সীমাবদ্ধতা ছিলো আশা করছি নতুন কমিটি সেসব ডিঙিয়ে গিয়ে কণিকাকে অনেকদূর এগিয়ে নেবে।’
 
 
এছাড়াও নাঈমুল হাসান সিনিয়র সহ সভাপতি,সিমলা চৌধুরী পুষ্প সহ সভাপতি,রেশমী দত্ত সহ-সাধারণ সম্পাদক, হোসাইন মাহমুদ মাছুম সহ-সাংগঠনিক সম্পাদক, নুসরাত জাহান তানী যুগ্ম-সাধারণ সম্পাদক,শামীমা আফরোজ নিপা অর্থ সম্পাদক,সুমাইয়া বিনতে কামরুল সহ-অর্থ সম্পাদক, আব্দুল্লাহ আল আদিল দপ্তর সম্পাদক, মুবতাসিম ইবনে মোস্তফা সহ-দফতর সম্পাদক,আসমা আক্তার কলি প্রচার সম্পাদক, আরাফাত বিন হাসান সহ-প্রচার সম্পাদক, জান্নাতুল ফেরদৌস প্রকাশনা সম্পাদক মো. রাহিন ইফতেশাম সহ-প্রকাশনা সম্পাদক, কফিল উদ্দিন ক্যাম্পেইন সম্পাদক,আজগর হোসাইন মাহমুদ সহ-ক্যাম্পেইন সম্পাদক, ফরহাদুল ইসলাম আইটি সম্পাদক এবং হামজা মুহতাদী ইবনে মামুন
সহ-আইটি সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
 
এসময় নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটি কোভিড-১৯ ভাইরাসের কারনে মন্থর হয়ে যাওয়া সাংগঠনিক কার্যক্রম নতুন উদ্যমে শুরু করার প্রত্যাশা করেন।
 
অনুভূতি ব্যক্ত করতে গিয়ে নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মাসউদ বলেন, ‘আমার উপর অর্পিত দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করবো আমি। কণিকা’র সকল সদস্যদের সহযোগিতা অব্যাহত থাকলে আমরা ভালো কিছু করতে পারবো ইনশা-আল্লাহ।’
 
করোনা প্রাদুর্ভাবের মধ্যে বিশেষ ব্যবস্থায় অনুষ্ঠিত এ নির্বাচন সম্পর্কে সংগঠনটির সহ-প্রতিষ্ঠাতা সাইফুল্লাহ মুনির বলেন, ‘এই করোনাকালে বাংলাদেশ সহ সারাবিশ্ব আজ কঠিন একটা সময় পার করছে। তাই স্বাভাবিকভাবেই নব নির্বাচিত কমিটির সামনেও এই চ্যালেঞ্জ থাকবে। আমি আশা করছি তারা এই মহামারীকালে আরো বেশি অসহায় মানুষের কাছে লাল ভালোবাসা রক্ত আর জিবনরক্ষাকারী প্লাজমা পৌঁছে দেবে ইনশা-আল্লাহ।’
 
এসএস/এফএম/বাংলাবার্তা‍

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments