Thursday, November 13, 2025
Homeবিভাগচট্টগ্রামতরুণদের আইসিটি প্রশিক্ষন নিশ্চিত করতে হবে, রেজাউল করিম

তরুণদের আইসিটি প্রশিক্ষন নিশ্চিত করতে হবে, রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল প্রযুক্তির উৎকর্ষতায় মানব সমাজের সামষ্টিক অগ্রগতি দ্রুত হচ্ছে। প্রান্তিক জনপদে তারুণদের জন্য আইসিটি প্রশিক্ষন অবকাঠামো ও সুবিধাসমূহ সুনিশ্চিত করতে পারলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা ও বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন হবে।

সোমবার (১৩ ডিসেম্বর) চট্টগ্রাম কর্ণফুলী ওব্যাট থিংক ট্যাংক কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী ডিজিটাল মেলার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির কেন্দ্রীয় সদস্য রেজাউল করিম এসব কথা বলেন।

তিনি বলেন, ই-গভর্নেন্স এবং ই-সেবার মাধ্যমে প্রকৃত সেবা মানুষের নিকট পৌছে যাচ্ছে। যার ফলে ধনী-দরিদ্রের মধ্যে বৈষম্য নিরসন হচ্ছে। বর্তমান প্রজন্মকে ডিজিটাল প্রযুক্তির ইতিবাচক ব্যবহারে দক্ষ হয়ে সমৃদ্ধ দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। উদ্ভাবনী চিন্তার পরিচর্যার মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতকে আরও অগ্রসর করে তুলতে তরুন প্রজন্মের মনোনিবেশ করা জরুরি।

ওব্যাট হেল্পারস বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার সোহেল আক্তার খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ন্যাশনাল পলিটেকনিক্যাল কলেজের অধ্যক্ষ এম এ ওয়াহিদ, সমাজকর্মী নেছার আহমেদ খান, এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার প্রমুখ।

ক্ষুদে শিক্ষার্থীরা ডিজিটাল মেলায় বঙ্গবন্ধু স্যাটেলাইট, আইসিটি সংক্রান্ত অ্যাপসসহ বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প তুলে ধরেন।

এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments