নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লালদীঘি মাঠকে ঘিরে কিংবা সিআরবিতে ‘বঙ্গবন্ধু স্কয়ার’ প্রতিষ্ঠার জন্য তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন বাংলাদেশের সাংবাদিকদের জাতীয় সংগঠন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও রিয়াজ হায়দার চৌধুরী ।
চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে আজ শনিবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে বঙ্গবন্ধুর কর্ম ও জীবনী ভিত্তিক বই হস্তান্তর অনুষ্ঠানে তথ্য মন্ত্রীর উপস্থিতিতে তাঁর দৃষ্টি আকর্ষন করে এই কথা বলেন তিনি।
তিনি বলেন, চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারেই শহীদ বুদ্ধিজীবী দিবস, ভাষা দিবস, বিজয় দিবস, স্বাধীনতা দিবসসহ গণতান্ত্রিক উত্তরনের সংগ্রামের শহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধার্ঘ্য জানাতে হয়। তিনি চট্টগ্রামে ‘বঙ্গবন্ধু স্কয়ার’ করার জন্য প্রস্তাবিত স্থান হিসেবে ‘লালদিঘী মাঠ’ কিংবা ‘সিআরবি’র কথা উল্লেখ করে বলেন, বিশেষায়িত স্হানে ‘বঙ্গবন্ধু স্কয়ার’ হলে সেখানে সেখানে বঙ্গবন্ধুর বিশেষায়িত ভাস্কর্য, মুক্তিযুদ্ধের স্মৃতি সৌধ এবং বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ বা স্মারক সৌধ নির্মাণে করা যেতে পারে।
অনুষ্ঠানটিতে তথ্যমন্ত্রী ড হাছান মাহমুদ প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথির বক্তব্যে রিয়াজ হায়দার চৌধুরী এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস কাউন্সিলের সদস্য যথাক্রমে দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক এবং বিএফইউজে’র যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ, চট্টগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজা এবং সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেস কাউন্সিলের সচিব মোঃ শাহ আলম।
অনুষ্ঠানে বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির সাবেক চেয়ারম্যান মাইনদ্দিন কাদেরী শওকত, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি কলিম সরোয়ার ও সাবেক সাধারন সম্পাদক শুকলাল দাশ, প্রেসক্লাবের সাবেক নির্বাহী সদস্য মোয়াজ্জেমুল হক, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি শামসুল হক হায়দার ও বর্তমান সভাপতি নাসির উদ্দিন তোতা, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এনামুল হক ,জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক মিরসরাই উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস উদ্দিন, মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতী প্রমুখ উপস্থিত ছিলেন ।
এসএস/এমএইচ/বাংলাবার্তা