সাবেক চবি ছাত্রলীগ নেতা মনছুর কে নৌকার মাঝি হিসেবে দেখতে চায় কোনাখালী ইউনিয়নবাসী

848
নিজস্ব প্রতিনিধিঃ
 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনিয়র সহ সভাপতি তরুণ নেতা কোনাখালী ইউনিয়ন পারিষদ নিবার্চনে আওয়ামী লীগের টিকিটে নৌকার মাঝি হয়ে মানুষের সেবা করতে চাইছেন।
 
তিনি বলেন, আমি আওয়ামী লীগের ঘরে জন্ম গ্রহণ করেছি। আওয়ামী লীগে ছিলাম, আওয়ামী লীগেই আছি, থাকবও। আমি নৌকার মাঝি হয়ে মানুষের সেবা করতে চাই।
 
আগামী কোনাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশা করে তিনি এ প্রতিবেদককে তার এই প্রত্যাশার কথা জানান।
 
মাদক,সন্ত্রাস, ভূমিদস্যুমুক্ত ও শিক্ষাবান্ধব আধুনিক কোনাখালী বিনির্মানে আমার ইতোমধ্যে মনছুর আলম ভুমিকা রেখে চলেছেন।
 
তার পক্ষে তৃণমূল আওয়ামী লীগ নেতারা বলছেন, মনছুর আলম আওয়ামী লীগকে আরও শক্তিশালী ও গতিশীল করে স্বাধীনতার পক্ষের শক্তিকে উজ্জীবিত রাখতে পারবেন।
 
তৃণমূল নেতা কায়েস সিকদার বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে উঠা ছাত্রলীগ নেতা মনছুর আলম তাকে ঘীরে এখানকার জনগণের অনেক দাবি ও চাহিদা রয়েছে। আমরা তাকে নৌকার মাঝি হিসেবে দেখতে চাই।
 
ইয়াসিন মুহাম্মাদ আরাফাতুল করিম জানান, বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শের ব্যক্তি হিসেবে মনছুর আলমকে আওয়ামী লীগের মনোনয়ন থেকে বাইরে রাখা কোনোভাবেই ঠিক নয়।
 
প্রসঙ্গত, মনছুর আলম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন। ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শে উজ্জ্বেবিত হয়ে ছাত্রলীগের রাজনীতির সাথে নিজেকে সম্পৃক্ত করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদস্য ছিলেন। পরে শাখা ছাত্রলীগের শিক্ষা ও পাঠ চক্র বিষয়ক সম্পাদক ছিলেন। এর পর তিনি শাখা ছাত্রলীগের সভাপতি হওয়ার দৌড়ে সবার উর্ধে ছিলেন। নানান রাজনৈতিক সমীকরণের কারণে পরে তিনি শাখা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি হিসেবে রাজনৈতিক দূরদর্শীতার ও দক্ষতার সাথে সংগঠনকে এগিয়ে নিয়েছেন।
 
স্থানীয় ও দলীয় সূত্রগুলো জানায়, গত কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়ের রাজনীতির পাশাপাশি তিনি এলাকার অসহায় মানুষের পাশে থেকে সেবা দিয়ে গেছেন। রাজনৈতিক কোন হানাহানি বা কলহের মধ্যে না গিয়ে মিশে থেকেছেন মাঠের মানুষের সঙ্গে। তিনি নিয়মিত সাধারণ মানুষের খোঁজখবর রাখছেন। নির্বাচন করে জয়ী কিংবা পরাজিত হওয়ার পর ভোটারদের আর খোঁজখবর রাখেন না অধিকাংশ নেতা। সেদিক থেকে মনছুর আলম ব্যতিক্রম। শহরাঞ্চল থেকে শুরু করে চরাঞ্চলের সাধারণ মানুষ নিয়মিত মনছুর আলমের সঙ্গে যোগাযোগ রয়েছে। এসব কারণে আওয়ামী লীগ পরিবারে জন্ম নেওয়া এ নেতার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।
এফএম/বাংলাবার্তা