Thursday, November 13, 2025
Homeপ্রচ্ছদনৌকার মাঝি হতে চান শান্ত

নৌকার মাঝি হতে চান শান্ত

নিজস্ব প্রতিবেদক:

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের সুবিধা বঞ্চিত জনপদে নৌকার মাঝি হয়ে মানুষের সেবা করতে চান, ধানকাঠি ইউনিয়নের বাহেরচর গ্রামের তরুণ রাজনীতিবিদ আশ্রাফুল ইসলাম শান্ত।

তিনি ডামুড্যা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক। তিনি অবহেলিত উন্নয়ন বঞ্চিত ধানকাঠি ইউনিয়নের আলোকিত উদীয়মান সমাজ সেবক।
তিনি পেশায় একজন ব্যবসায়ী হয়েও রাজনীতি সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি নিজ উদ্যোগে নিরাপদ খাবার পানি ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাস্থ্য সম্মত স্যানিটেশনের আওতায় আনার কাজে নিজেকে বিলিয়ে দিয়েছেন।

তার ইচ্ছা আঙ্খাক্ষা উন্নয়ন ভাবনা নিয়ে আলাপচারিতায় প্রতিবেদকের সাথে কথা প্রসঙ্গে জানান আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানকাঠি ইউনিয়ন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চান তিনি।

এসময় আশ্রাফুল ইসলাম শান্ত বলেন, নতুন প্রজন্মের ভোটাররা আমাকে নির্বাচনে আসার উৎসাহ দিয়েছে। দল আমাকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের টিকেট দিলে, ধানকাঠি ইউনিয়নের হাড়িয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনতে সক্ষম হবো। ধানকাঠি ইউনিয়নের উন্নয়নের ধারা গতিশীল করতে হলে নৌকা প্রতীকের বিকল্প নেই। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত, নৌকার মাঝি হয়ে ধানকাঠি ইউনিয়নের মানুষের সেবা করতে চাই।

পিএ/এফএম/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments