
নিজস্ব প্রতিবেদক:
চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে যুবলীগ নেতা অমিত কুমার বসুর গরীব দুঃখী মানুষের মাঝে খাবার বিতরণ।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল চারটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ৩০০ জন গরীব-দুঃখী মানুষের মাঝে এ খাবার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন,
দিদার, ওমর ফারুক, সনিরুজ্জামান সানি, মোয়াজ্জেম হোসেন, এনামুল হক আরাফাতসহ আরো অনেকে।
এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় যুবলীগের সদস্য অমিত কুমার বসু বলেন, প্রিয় নেতা এমিএমন মহিউদ্দিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামায় আমার ছোট এ প্রয়াস। প্রিয় নেতা চট্টগ্রামের মানুষের জন্য যা করে গেছেন তা কখনোই ভুলার নয়। তিনি সব সময় চট্টগ্রামের গণমানুষের জন্য কাজ করেছেন। তাই চট্টগ্রামের সর্বস্তরের মানুষও আজ থাকে শ্রদ্ধাভরে স্মরণ করছে। আমাদের আদর্শ মহিউদ্দিন চৌধুরী। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর এই জনপদে আওয়ামী লীগের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য নেতা হচ্ছেন মহিউদ্দিন ভাই।
এসএস/এমএইচ/বাংলাবার্তা