Thursday, November 13, 2025
Homeশিক্ষাক্যাম্পাসহতদরিদ্রদের সাবলম্বীকরণে তানভীর মুরাদের অনন্য উদ্যোগ

হতদরিদ্রদের সাবলম্বীকরণে তানভীর মুরাদের অনন্য উদ্যোগ

নোবিপ্রবি প্রতিনিধিঃ
 
করোনাকালীন সময়ে বন্যার তান্ডবে বগুড়ার বেশ কিছু উপজেলার মানুষ অনেক কষ্টে জীবন কাটাচ্ছেন। একবেলাও ভাত জুটছে না অনেকের। কষ্টে থাকা এসব মানুষকে সাবলম্বী করতে ছাগল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
 
স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প বাংলাদেশ (এইচবিএফ) এর আয়োজনে সহযোগিতার হাতটি বাড়িয়ে দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বিএএনই) বোস্টন, আমেরিকার সহ-সাধারণ সম্পাদক ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) সাবেক শিক্ষার্থী তানভীর মুরাদ।
 
জানা গেছে, বগুড়া জেলার গাবতলী থানায় প্রাথমিক পর্যায়ে দুটি ছাগল এ দুটি সেলাই মেশিন বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন এইচবিএফের প্রতিষ্ঠাতা আবুল বাশার মিরাজ, সিইও আব্দুল্লাহ আল ফাত্তাহ্সহ সংগঠনের কর্মীরা।
 
উদ্যোগটির বিষয়ে জানতে চাইলে তানভীর মুরাদ বলেন, করোনা ও বন্যার কারণে দেশের অসহায় মানুষেরা অনেক কষ্টে আছে। কাজ না থাকায় অনেকে দুবেলা ঠিকমতো খেতেও পারছে না। পত্রিকা আর টেলিভিশনে দেশের মানুষের সীমাহীন কষ্ট দেখে তাদের জন্য কিছু করার ইচ্ছা থেকেই কাজটি আমি করেছি। আমি মনে প্রাণে চাই এ অসচ্ছল মানুষগুলো আর্থিকভাবে সচ্ছল হোক, সাবলম্বী হোক। সাহায্যের জন্য পরবর্তীতে আর কারো কাছে হাত পাততে না হোক। সরকারের একার পক্ষে এসব করা কঠিন। দরিদ্র, অসহায় মানুষের জন্য বিত্তবান ব্যক্তি, প্রতিষ্ঠান সবার এগিয়ে আসা উচিত। সমাজের প্রতি আমার দায়বদ্ধতা থেকেই আমি এমন উদ্যোগ নিয়েছি। অসহায় এ মানুষেরা যাতে দ্রুত সাবলম্বী হতে পারে সেজন্য ছাগল ও সেলাই মেশিন বিতরণ করেছি। অসহায়দের সাবলম্বী করার এই প্রকল্প বাস্তবায়ন করায় হেল্প বাংলাদেশ ফাউন্ডেশনকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
 
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র প্রবাসী তানভীর মুরাদ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তিনি যুক্তরাষ্ট্রের ক্যামব্রিজ কলেজ থেকে এমবিএ এবং নিও হ্যাম্পশায়ার ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র হতে মাস্টার্স ইন ইনফরমেশন টেকনোলজি সম্পন্ন করে বর্তমানে পিএইচডি করছেন।
তিনি বোস্টনে বাংলাদেশে বাংলাদেশী পরিচালিত মসজিদ ‘ইসলামিক সোসাইটি অফ নর্থ শোর’ সহ বোস্টনের সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত। বাংলাদেশিদের সব চেয়ে বড় সংগঠন বেইন এর বিপুল ভোটে নির্বাচিত অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি। এছাড়াও তার নিজস্ব বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। শুধু হতদরিদ্রদের সামলম্বীকরণের এই উদ্যোগই নয় এর আগে তিনি করোনাভাইরাস দুর্যোগে দেশের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, দেশী-প্রবাসী শিক্ষার্থীদের অসুস্থতায় আর্থিক সহযোগিতাসহ বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছিলেন তিনি। এছাড়াও তার পিতা মোহাম্মদ সলিম বোস্টনের ‘লিয়েন মসজিদ’ এর প্রথম বাংলাদেশী হিসাবে সভাপতির দায়িত্ব পালন করছেন।
 
এমডি/এফএম/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments