Thursday, November 13, 2025
Homeশিক্ষাক্যাম্পাসমহেশখালীর শাপলাপুরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন 'পুসাসের' যাত্রা

মহেশখালীর শাপলাপুরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘পুসাসের’ যাত্রা

নিজস্ব প্রতিবেদকঃ
 
মহেশখালীর শাপলাপুরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নর ছাত্রছাত্রীদের নিয়ে প্রথম সংগঠন পুসাস( PUSAS) যাত্রা শুরু হয়েছে।
 
গত ২১ আগস্ট(শুক্রবার) প্রাথমিক আলোচনায় মাধ্যমে PUSAS এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
 
শিক্ষা,সংস্কৃতি,খেলাধুলায় শাপলাপুরের ছাত্র সমাজকে এগিয়ে নিয়ে যেতে PUSAS এর মূল উদ্দেশ্য।শিক্ষাবান্ধব সমাজ গঠণের মূখ্য ভূমিকা পালন করতে এই সংগঠন।
 
সংগঠনের কার্যক্রম চালু রাখতে ইতিমধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।এতে প্রতিষ্ঠাতা সভাপতি হোন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সোহেল তানভির নিহাল।আর সাধারণ সম্পাদক নির্বাচিত হন আব্দুল্লাহ আল নোমান ।
 
উক্ত নির্বাচনটি হয় সম্পুর্ন গণতান্ত্রিক ও সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে।
 
সদস্যদের আশা উক্ত নির্বাচিত কার্যনির্বাহী কমিটি সংগঠনের কল্যানে কাজ করবে যা শাপলাপুরের শিক্ষার প্রসারে কাজ করে যাবে।
 
এরই মধ্যে কার্যনির্বাহী কমিটি কাজ শুরু করে দিয়েছে। যার মধ্যে প্রীতি ফুটবল ম্যাচসহ সংগঠনের জন্যে সুষ্ঠু গঠনতন্ত্র ও মূলনীতি প্রণয়ন, আনন্দভ্রমন উল্লেখযোগ্য। নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃত্বে সংগঠনের সকল উদ্দেশ্য বাস্তবায়ন করে একটি সুন্দর সমাজ বিনির্মান করবে এই কামনায় এখন সবাই বদ্ধপরিকর৷ এরকম অনন্য উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় সকলেই। সংগঠনের সহায়তায় সকলের কল্যাণে কাজ হবে এমন আশায় সবাই মুখিয়ে আছে৷
 
এফএম/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments