চবি প্রতিনিধিঃ
জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশের পক্ষ থেকে মোমবাতিপ্রজ্বলন করে জেলহত্যা দিবস পালন করেছে চবি ছাত্রলীগ।
মঙ্গলবার (৩নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান,সাবেক সহ সম্পাদক সাদেক হুসেন টিপু,ছাত্রলীগ নেতা মারুফ হুসেন,রকিবুল হাসান রকি,আহমদ আলী,আল ফয়সাল খান,রায়হান রেজা,সৈয়দ আমিন,ফরজী সজিব প্রমুখ।
চবি ছাত্রলীগ নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত সহযোগী ছিলেন জাতীয় চার নেতা।মুক্তিযুদ্ধে উনাদের ভুমিকা ছিল অতুলনীয়। ৭১’এর ঘাতকেরা নির্মমভাবে হত্যা করেছিল।জাতীয় চার নেতার আত্মার শান্তি কামনা করি ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এমডি/এফএম