চবিস্থ চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশনের নতুন কমিটি

75
চবি প্রতিনিধিঃ
 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)-এ অধ্যয়নরত চাঁদপুর জেলা ছাত্র-ছাত্রীদের স্বেচ্ছাসেবী, সামাজিক ও অরাজনৈতিক সংগঠন চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশন – চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ১০ম কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ বিভাগের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুহাম্মদ ফারুকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মোদ্দাচ্ছির হোসাইন নির্বাচিত হয়েছেন।
গত ৩১শে অক্টোবর (শনিবার) দুপুর ১ঃ০০ টায় সংগঠনের নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী অনলাইনে সদস্যদের গোপন ব্যালটে সরাসরি ভোট প্রদানের মাধ্যমে নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফফান ইয়াসিন ও একই বর্ষের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফারজানা আমিন সোনিয়া নির্বাচিত হয়েছেন।
No description available.
পরিষদের নির্বাচিত অন্য সদস্যবৃন্দ হলেন সহ সভাপতি সাখাওয়াত হোসাইন, নাদিম মাহমুদ হিমু ও তারেক মাহমুদ সুজন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান, মোহাম্মদ শাহপরান খান, আব্দুল্লাহ আল মামুন, ফরিদুল আলম স্মরণ ও মো, রমজান মিজি প্রমুখ।
 
প্রসঙ্গত যে, সংগঠনটি ২০১০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ে চাঁদপুরের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম থেকে শুরু করে যাবতীয় সহযোগিতা করে আসছে। এছাড়া বিভিন্ন উৎসব আয়োজন, বিশেষ দিন উদযাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন, আনন্দ ভ্রমণ সহ অসচ্ছল শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা প্রদান করে যাচ্ছে।
এফএম/বাংলাবার্তা