Thursday, November 13, 2025
Homeশিক্ষাক্যাম্পাস"ছাত্রলীগের শরীরে একবিন্দু রক্ত থাকতে কোনো ষড়যন্ত্র সফল হতে দিবে না" -...

“ছাত্রলীগের শরীরে একবিন্দু রক্ত থাকতে কোনো ষড়যন্ত্র সফল হতে দিবে না” – রেজাউল হক রুবেল

চবি প্রতিনিধিঃ
 
”ইতিপূর্বেও ছাত্রলীগ যেকোন ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ভবিষ্যৎএও ছাত্রলীগের শরীরে একবিন্দু রক্ত থাকতে কোনো ষড়যন্ত্র সফল হতে দিবে না”
 
বঙ্গবন্ধু ‘শেখ মুজিবুর রহমান’ এর ভাস্কর্য নির্মাণ নিয়ে স্বাধীনতা বিরোধী ও উগ্র মৌলবাদী গোষ্ঠীর ধর্মীয় ভুল ব্যাখ্যা এবং বঙ্গবন্ধুকে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে “মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এই কথা বলেন বাংলাদেশ ছাত্রলীগ চবি শাখার সভাপতি রেজাউল হক রুবেল ।
 
তার বক্তব্যে বলেন,”এরপূর্বেও যখন শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছিল তখন এই এবি এম মহিউদ্দিন চৌধুরী তা রুখে দিয়েছিলেন।
 
এখন ২০২০ সালে এসেও এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সুযোগ্য সন্তান ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা নিয়ে যে ষড়যন্ত্রের বেড়াজাল সৃষ্টি হয়েছিল তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন।
 
ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরীর নেতৃত্বে আওয়ামীলীগ পরিবার একত্রেযেকোনাে ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত।
 
এসময় সমাবেশে উপস্থিত ছিলেন, জিয়াউর রহমান জিয়া-সবেক সহ সভাপতি,চবি, মো: হানিফ- হাটহাজারী উপজেলা আওয়ামী যুবলীগ নেতা, হাশেম-মির্জাপুর ইউনিউন যুবলীগের সভাপতি, ওসমান গণি- আহ্বায়ক, শ্রমিকলীগ, এনাস- যুবলীগ নেতা, রুবেল – যুগ্ম-আহ্বায়ক,কাতার আওয়ামী যুবলীগ, নূর মোহাম্মদ বাচ্চু- সাবেক সদস্য, ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগ, মিজান – প্রচার সম্পাদক,বঙ্গবন্ধু পরিষদ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আবু মিয়া – সাবেক প্রচার সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,জয়নাল আবেদীন- সভাপতি,১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড ছাত্রলীগ, গাজী ইরফান- আইন বিষয়ক সম্পাদক, ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড ছাত্রলীগ, টুটুল করন- যুগ্ম-সাধারণ সম্পাদক, ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড ছাত্রলীগ,খোরশেদ জুয়েল – সাংগঠনিক সম্পাদক, ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড ছাত্রলীগ।
এসএস/এফএম/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments