Thursday, November 13, 2025
Homeবিভাগচট্টগ্রামমহেশখালীর আলোচিত জসিম হত্যা মামলার আসামী ইরান বড়ুয়া পলাতক

মহেশখালীর আলোচিত জসিম হত্যা মামলার আসামী ইরান বড়ুয়া পলাতক

নিজস্ব প্রতিবেদক: মহেশখালীর আলোচিত জসিম হত্যা মামলার অন্যতম মূলহোতা ইরান বড়ুয়া এখনো পলাতক। তবে প্রশাসন বলছে ইরান কে গ্রেফতারে তারা যথেষ্ট তৎপর ছিলেন। তাঁকে গ্রেফতারে এখনো অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।

গেলো বছর ৭ এপ্রিল ২০২১ ডাকাত কবির বাহিনীর সদস্য “জসিম উদ্দিন” কে কুপিয়ে হত্যা করা হয়। হত্যা পরবর্তী হত্যাকান্ডে ব্যবহারিত অস্ত্র ফেলে যায় তারা। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে। এসময় হত্যাকান্ডে ব্যবহারিত দুটি অস্ত্রও উদ্ধার করা হয়।

পরের দিন ৮ এপ্রিল ২০২১ নিহত জসিম উদ্দিনের ভাই বাদী হয়ে মহেশখালী থানায় একরাম কে প্রধান আসামী ও ইরান বড়ুয়াকে দুই নম্বর আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
পরে পুলিশ বাদী হয়ে উদ্ধারকৃত অস্ত্রের অপর একটি মামলা করেন। এই মামলায়ও পলাতক ইরান বড়ুয়া তিন নম্বর আসামি বলে এজাহারে উল্লেখ রয়েছে।

উক্ত মামলার ১ন আসামি, জসিম হত্যাকান্ডের মূলহোতা একরাম প্রতিপক্ষের হাতে নিহত হওয়ার পর থেকে পুলিশ জসিম হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনে উক্ত মামলার ২নং আসামি সন্ত্রাসী ইরান বড়ুয়াকে গ্রেফতারে কঠোর অভিযান শুরু করে।ডাকাত একরাম হত্যা হওয়ার আগে থেকেই একরামের অপর সহযোগী ইরান প্রাণভয়ে পলাতক বলে সূত্র জানায়।তবে সংশ্লিষ্ট প্রশাসনের দাবী তারা জসিম হত্যাকান্ডের সাথে জড়িত সন্ত্রাসী ইরান বড়ুয়াকে গ্রেফতারে তৎপর। তাকে গ্রেফতারে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান প্রশাসনের পক্ষ থেকে।

এসএস/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments