
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর কবর জেয়ারত করেছেন জামালখান ওয়ার্ড ছাত্রলীগের নবগঠিত কমিটির সদস্যরা।
বুধবার (১১ই মে) নগরীর মেয়র গল্লির কবরস্থানে নগর আওয়ামীলীগের প্রয়াত সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর কবর জেয়ারত করেন তারা।
এসময় মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী ও নগর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মিসেস হাসিনা মহিউদ্দিনের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন তারা।
জামালখান ওয়ার্ড ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, “চট্টগ্রাম নগরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সেরা ওয়ার্ড হিসেবে জামালখান ওয়ার্ডকে গড়ে তুলেছিলেন আমাদের নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী। দীর্ঘদিন দিন পর এই ওয়ার্ডে গঠিত হওয়া ছাত্রলীগের কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়াটা অনেক সৌভাগ্যের৷ শিক্ষা-শান্তি-প্রগতির মশাল জ্বালিয়ে ছাত্রলীগের কার্যক্রমকে আরো গতিশীল ও সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাবো৷”
এসময় উপস্থিত ছিলেন জামালখান ওয়ার্ড ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি জুবায়ের আলম আশিক, সাধারণ সম্পাদক শাহীন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক অভি রায়, যুগ্ন- সাধারণ সম্পাদক লায়লা সিকদার লিপি, যুগ্ন- সাধারণ সম্পাদক জাবেদ আলম আলিফ, সাংগঠনিক সম্পাদক হাবিব উল্লাহ, সাংগঠনিক সম্পাদক শিবলু দাশ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাদমান, দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক খাইরুল ইসলাম, অর্থ সম্পাদক মোহিত আহমেদ, প্রচার সম্পাদক হিমাদ্রী বোস, ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু মোহাম্মদ জুবায়েরসহ প্রমুখ।
এসএস/এমএইচ/বাংলাবার্তা