Sunday, November 16, 2025
Homeবিভাগচট্টগ্রামশ্রমিকের ঘাম শোকানোর আগে, তাদের পাওনা পরিশোধ করুন। --বাবর

শ্রমিকের ঘাম শোকানোর আগে, তাদের পাওনা পরিশোধ করুন। –বাবর

নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক মে দিবস। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও মর্যাদার সহিত শ্রমিকদের অধিকার আদায়ের দিনটি যতাযোগ্য মর্যাদায় পালিত হয়। তারই অংশ হিসেবে আজ বিকেল ৫টায় নগরীর ষ্টেশনরোড নূপুর মার্কেট চত্বরে এক শ্রমিক সমাবেশের আয়োজন করে ষ্টেশনরোড নূপুর মার্কেট শ্রমিক লীগ।

কোতোয়ালী থানা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো:জসিম উদ্দীনের সভাপতিত্বে ও নূপুর মার্কেট ইউনিট শ্রমিক লীগ নেতা তোফায়েল মাজেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।

এসময় মে দিবসের ইতিহাস তুলে ধরে বাবর বলেন,১৮৮৬ খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের ম্যাসাকার শহিদদের আত্মত্যাগকে স্মরণ করে পালিত হয়। সেদিন দৈনিক আটঘণ্টার কাজের দাবিতে শ্রমিকরা হে মার্কেটে জমায়েত হয়েছিল।এতে পুলিশ শ্রমিকের ওপর গুলি বর্ষণ করলে প্রায় ১০-১২ জন শ্রমিক ও পুলিশ নিহত হয়। তাদের এই আত্মত্যাগের উপর দাড়িয়ে আজকের দিনে সারা বিশ্বব্যাপী শ্রমিকদের অধিকারের মে দিবস।এসময় তিনি আরো বলেন, ঐতিহাসিক ভাবে সত্য যে শ্রমিকদের ঘামের উপরেই দাড়িয়ে আজকের পুঁজিবাদী বিশ্ব,আধুনিক সভ্যতা,প্রযুক্তির উৎকর্ষতা। তাই সবার আগে শ্রমিকের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে। তাদের শ্রমের মূল্যায়ন করতে হবে। তাদের শ্রমের ঘামের উপর দাড়িয়ে দেশের অর্থনীতি, আপনার আমার প্রতিষ্টান। তাই শ্রমিকের ঘাম শোকানোর আগে তাদের পাওনা পরিশোধের জন্য প্রতিষ্টান মালিকদের প্রতি আহ্বান জানান সাবেক এই ছাত্রনেতা।

এসময় আরো উপস্থিত ছিলেন নগর যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী,মোর্শেদ আলম,কোতোয়ালী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন জিকু,সাব্বির চৌধুরী,মোহাম্মদ জাহেদ রেয়াজ উদ্দিন বাজার কর্মচারি সমিতির সভাপতি এস এম নুরুল আব্বাছ এবং সাধারন সম্পাদক এম জিন্নাহ, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, এনায়েত বাজার শ্রমিক লীগের সাধারন সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হোসেন, জলসা মার্কেট শ্রমিকলীগের সভাপতি মোহাম্মদ সোহেল, মোহাম্মদ রোয়েল, মোহাম্মদ সাইফুল প্রমুখ।

এসএস/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments