মহেশখালীতে পাবলিক লাইব্রেরীর দাবি: এমপির সাথে চবি শিক্ষার্থীদের সাক্ষাৎ

382
নিজস্ব প্রতিবেদক:
 
দ্বীপাঞ্চল মহেশখালির সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিকের সাথে ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মহেশখালীর শিক্ষার্থীরা। সাক্ষাৎ শেষে তারা মহেশখালীতে নতুন করে পাবলিক লাইব্রেরী স্থাপনের দাবী জানিয়েছেন তারা।
 
এছাড়াও তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মহেশখালির শিক্ষার্থীবৃন্দ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সদ্য ঘোষিত অফিসিয়াল ছবি উপহার প্রদান করেন।
 
মহেশখালীর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা মাহির মোহাম্মদ মাহফুজ বলেন, মহেশখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে যখন শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলি তখন তারা একটি পাবলিক লাইব্রেরীর প্রয়োজনীয়তার কথা জানান। এরই ধারাবাহিকতায় আমিসহ কিছু আমার সহযুদ্ধা মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিকের সাথে সাক্ষাৎ করে এ বিষয়ে কথা বলি। ওনি আমাদেরকে আশ্বস্ত করেছেন খুব শিগগির এলকার শিক্ষার্থীরা একটি পাবলিক লাইব্রেরী পাবে।
এসএস/এমএইচ/বাংলাবার্তা