গাছে ঢিল মারায় ৫ বছরের শিশুকে অমানুষিক নির্যাতন

নিজস্ব প্রতিবেদক: গাছে ঢিল মারায় সাকিব আল-হাসান রাফি (৫) নামের এক শিশুকে মারধরের অভিযোগ উঠেছে বাবা ও তিন ছেলের বিরুদ্ধে।

গত সোমবার (১৩ মার্চ) সকাল ১০টায় কক্সবাজারের উখিয়ার রহমতের বিল দাখিল মাদ্রসায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রাফি উক্ত মাদ্রাসার ছাত্র।

অভিযুক্তরা হলেন, জসিম উদ্দীন (৩৫), জয়নাল উদ্দীন (৪০), সেলিম উদ্দীন (৩০) ও তাদের পিতা আনজু মিয়া (৬০)। জানা যায়, এরা সবাই বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সাজাপ্রাপ্ত। এছাড়া, আনজু মিয়ার বিরুদ্ধে শিশু বলাৎকারের মামলা চলমান রয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাদ্রাসা চলাকালীন সময়ে রাফি প্রস্রাবের উদ্দেশে শ্রেণি কক্ষ থেকে বের হয় এবং যথাসময়ে ক্লাসে প্রবেশ করে। কিন্তু কিছুক্ষণ পর অভিযুক্ত চার প্রতিবেশী শ্রেণিকক্ষ থেকে রাফিকে টেনেহিঁচড়ে বের করে। তাদের অভিযোগ- রাফি প্রস্রাব করতে বের হয়ে তাদের জাম গাছে ঢিল ছুড়েছে।

পরে অভিযুক্ত জসীম উদ্দীন ভুক্তভোগী রাফীর মুখে ঘুষি মারলে রাফির মুখ থেকে দুইটি দাঁত ঘটনাস্থলেই পড়ে যায় এবং আরও কিছু দাঁত নড়ে যায়। জসিম উদ্দীনসহ উপস্থিত তার অন্য দুই ভাই ও বাবা মিলে শিশু রাফির বুকে, তলপেট ও কোমরে কিল-ঘুষি  মারার পর তার গলা টিপে ধরে, এক পর্যায়ে শিশুটি রক্তবমি করে অজ্ঞান হয়ে পড়ে। শোচনীয় অবস্থা দেখে মাদ্রসার অধ্যক্ষ ফজলুল করিম প্রতিবাদ করলে অভিযুক্তরা অধ্যক্ষকেও দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়।

পরে রাফির বাবা আব্দুস সালাম বলি ও মা জুলেখা বেগম ঘটনাস্থলে এসে ছেলেকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্ত কমপ্লেক্সে ভর্তি করায়। বর্তমানে শিশুটির চিকিৎসা চলমান আছে।

জানা যায়, অভিযুক্ত তিন ছেলে ও বাবার ক্রমাগত এমন কর্মকাণ্ডে পার্শ্ববর্তী মাদ্রাসায় শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে।

এসএস/এমএইচ/বাংলাবার্তা