স্কিল ইউনিভার্সিটিতে শোয়েব ফারুকীর ফটোগ্রাফি কর্মশালা

নিজস্ব প্রতিবেদক: ফটোগ্রাফার হিসেবে ক্যারিয়ার গড়ছেন বর্তমানে অনেকেই। তবে শুরুটা যদি হয় আন্তর্জাতিক মানের একজন ফটোগ্রাফারের হাত ধরে! যিনি মাতৃভাষা বাংলাতেই শেখান ছবি তোলার কলাকৌশল।

শতাধিক আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত বাংলাদেশি ফটোগ্রাফার শোয়েব ফারুকীর ‘মাস্টারিং ফটোগ্রাফি’ কর্মশালায় শেখানো হয়েছে ক্যামেরার আদ্যোপান্ত।

শুক্রবার (২৫ মার্চ) বিকেল ৩টায় চট্টগ্রাম সফটওয়্যার টেকনোলজি পার্কে স্কিল ইউনিভার্সিটির আয়োজনে শুরু হয় কর্মশালাটি। যা চলে রাত ৮টা পর্যন্ত।

ফটোগ্রাফারদের শেখানো হয় লেন্সের খুঁটিনাটি, ফটোগ্রাফি এক্সপোজার, ফটোগ্রাফি কম্পোজিশন, লাইটের ব্যবহার, প্রফেশনাল ছবি তোলার কৌশল এবং ফটোগ্রাফি ক্যারিয়ারের প্রয়োজনীয় দিকসমূহ।কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের দেওয়া হয় শোয়েব ফারুকী সাক্ষরিত সার্টিফিকেট।

শোয়েব ফারুকী বলেন, ছবি তোলার মধ্যে একটি শৈল্পিকতা রয়েছে। বর্তমানে ফটোগ্রাফিকে মানুষ ক্যারিয়ার হিসেবে বেছে নিচ্ছে। কারন দিনদিন ফটোগ্রাফির পরিসর বাড়ছে। আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানের সমন্বয়ে ফটোগ্রাফারদের জন্য নতুন অনেক সুযোগ তৈরী হচ্ছে। তাই কেউ যদি ফটোগ্রাফিকে ক্যারিয়ার হিসেবে বেছে নেন, তবে তাকে অবশ্যই এ বিষয়ে সর্বোচ্চ জানতে হবে। তাই আমি নতুনদের শেখানোর পাশাপাশি ফটোগ্রাফিতে উদ্ভুদ্ধ করার চেষ্টা করি।

স্কিল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ শাহাদাত হোসাইন রিয়াদ বলেন, আমাদের আপাতত লক্ষ্য এ ধরনের প্রয়োজনীয় বিষয়গুলোর ওপর বিভিন্ন কর্মশালার আয়োজন করে মানুষকে বেসিক ধারণা দেওয়া। আগামীতে আমরা গ্রাফিক্স, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ইংলিশ স্কিল, সিভি রাইটিংসহ গুরুত্বপূর্ণ কর্মশালাগুলো হাতে নেবো। বর্তমানে একজন মানুষকে বিভিন্ন বিষয়ে দক্ষ হতে হয়। যেহেতু আমরা দক্ষতা উন্নয়নে কাজ করি, তাই আমরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের চেষ্টা করবো।

এমএইচ/বাংলাবার্তা