Sunday, November 16, 2025
Homeশিক্ষাক্যাম্পাসচবিতে বর্ণাঢ্য আয়োজনে ব্যাংকিং বিভাগের র‍্যাগ-ডে

চবিতে বর্ণাঢ্য আয়োজনে ব্যাংকিং বিভাগের র‍্যাগ-ডে

নিজস্ব প্রতিবেদক: গান, আনন্দ, আড্ডা ও আলোচনা সভার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগের প্রথম র‍্যাগ-ডে ও বিভাগটির দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান।

সোমবার (৩ জানুয়ারি) দিনব্যাপী বিভাগটি আয়েজন করে নানান উৎসব। আয়োজনে ছিলো বিভাগীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতে উদীয়মান ব্যান্ড দল বাগধারা ও জনপ্রিয় ব্যান্ড দল নাটাই এর কনসার্ট।

এদিন দুপুরে চবির ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেখানে ব্যবসায় প্রশাসন অনুষদের বিভিন্ন বিভাগের সভাপতি ও বিভাগটির শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, আজকে এই বিদায়ের মাধ্যমে আপনারা (শিক্ষার্থীরা) নতুন পথের যাত্রী হতে যাচ্ছেন। আর এই পথে নৈতিকতা একটা বড় বিষয়। আপনারা চেষ্টা করবেন নৈতিকতা মেনে যে যেখানেই কাজ করুন সৎ থাকার।

বক্তারা আরো বলেন, স্নাতক শেষ করে চাকুরিজীবনের শুরুর পথটা খুবই গুরুত্বপূর্ণ। সকলের এই বিষয়টি মাথায় রাখা উচিত। পড়াশোনা শেষ করে সফলতার ঠিক আগ মুহূর্তে কেউ যদি পথ হারিয়ে পেলে তা বড়ই বেদনাদায়ক। তাই এই সময়টার মূল্য দিতে হবে। সময়ের কাজ সময়ে করতে হবে।

বিভাগটির (১৫-১৬) শিক্ষাবর্ষের শিক্ষার্থী জান্নাতুল ইসলাম প্রমি ও নাজমুল হাসান শাওনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, চবির মার্কেটিং বিভাগের সভাপতি জাবেদ হোসাইন, ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগের সভাপতি তাসলিমা আক্তার, বিভাগটির শিক্ষক ও সাবেক সহকারী প্রক্টর রিফাত রহমান, বিভাগটির শিক্ষক আবু বক্কর সিদ্দিক,এনামুল হক, রোবায়েত হাসান। এছাড়া উক্ত ডিপার্টমেন্টের ক্লাব ‘ব্যাংকিং ফেলোস ফর লিডারশীপ ডেভেলপমেন্ট এর সভাপতি তৌফিক আহমেদ উচ্ছ্বাস এতে বক্তব্য রাখেন।

এসএস/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments