Sunday, November 16, 2025
Homeশিক্ষাক্যাম্পাসমানবিক কার্যক্রমে চবি শিক্ষার্থী আলী তানবীর

মানবিক কার্যক্রমে চবি শিক্ষার্থী আলী তানবীর

চবি প্রতিনিধিঃ
 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্র আলী তানবীর।করোনাকালীন বাড়িতে থেকে কাজ করছেন প্রতিবন্ধী শিশুদের নিয়ে।
 
সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রাপ্ত সহযোগিতার মাধ্যমে গত ৭মাসে সে ৯০টি প্রতিবন্ধী পরিবারকে ঘরে ঘরে গিয়ে খাবার পৌঁছিয়ে দেন তিনি।
এছাড়াও খাবারের পাশাপাশি প্রতিবন্ধীদের ২৪টি হুইলচেয়ার ১৬টি সার্জিক্যাল হুইলচেয়ার, ৬টি ওয়াকার,২জোড়া সার্জিক্যাল জুতা ও একটি সেলাই মেশিন দেন।
 
তারই ধারাবাহিকতায় বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল হক তাবরীজের সার্বিক তত্বাবধানে ৪জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার একজনকে সার্জিক্যাল জুতা ও ১০জন প্রতিবন্ধীকে শীতবস্ত্র ও খাবার সামগ্রী বিতরন করা হয়।উপজেলা প্রশাসনের উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও প্রয়োজনীয় জিনিসপত্র উপহার দেন।
 
এসময় এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল হক তাবরীজ বলেন,প্রতিবন্ধীরা যেভাবে চলাফেরা করছে তাদের জীবনধারণ তার চেয়ে একটু উন্নত করার জন্য বিভিন্ন সামগ্রী বা উপকরণের প্রদানের মাধ্যমে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। চকরিয়া প্রশাসন চকরিয়া উপজেলার প্রতিবন্ধীদের শারীরিকভাবে স্বাবলম্বী করার পাশপাশি অর্থনৈতিক স্বাবলম্বী করার উদ্যেগ বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন এবং একই সাথে প্রতিবন্ধীদের প্রতি তরুনদের ভালবাসাকে সাধুবাদ জানিয়েছেন।”
 
এছাড়াও এসময় এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এ্যাডভোকেট ওমর ফারুক,সাবিনা ইয়াসমিন সাবিনা,আসম মঈনউদ্দীন।এবং বর্তমান ছাত্র দিদারুল ইসলাম,হাফেজ ফয়েজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাশেদ রনি, হানিফ ও আবিদ রাফিসহ অনেকে।
 
এফএম/বাংলাবার্তা 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments