তিন আইনজীবী উপজেলা সেচ্ছাসেবকলীগের নবগঠিত কমিটিতে

216
পল্লব আহমেদ সিয়াম:
শরীয়তপুর বার এসোসিয়েশনের তিন আইনজীবী ডামুড্যা উপজেলা সেচ্ছাসেবকলীগের নবগঠিত কমিটিতে নতুনমাত্রা যোগ করেছে। তিন আইনজীবী যথাক্রমে তিনটি পদে নির্বাচিত হয়েছেন। জেলা বার সদস্য সোহেল সাংগঠনিক সম্পাদক, আইন সম্পাদক হয়েছেন বারের অন্যতম সদস্য আশ্রাফুল ইসলাম সফিক এবং জাকির হোসেন নির্বাচিত হয়েছেন সহ:আইন সম্পাদকে পদে।
 
বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের ডামুড্যা উপজেলার, শিধুল কুড়ার কৃতি সন্তান আতাউর রহমান সোহেল ১ নং সাংগঠনি সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। একই ইউনিয়নের আশ্রাফুল ইসলাম সফিক আইন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। অপরদিকে ধানকাঠি ইউনিয়নের কৃতি সন্তান চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা জাকির হোসেন দুলাল সহ: আইন বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
 
গত মঙ্গলবার (১ ডিসেম্বর) সেচ্ছাসেবকলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
 
তিন আইনজীবীকে সেচ্ছাসেবকলীগের ভিবিন্ন পদে নির্বাচিত করায় এমপি নাহিম রাজ্জাকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বার সদস্যারা। তারা প্রত্যেকে আশাবাদী দলকে নতুন কিছু দিতে পারবেন। জেলা বারেও চলছে উচ্ছ্বাস।
 
সোহেল, সফিক এবং জাকির নির্বাচিত হওয়ায় তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী, সমর্থক ও তাদের শুভাকঙ্খীরা।
এফএম/বাংলাবার্তা