Sunday, November 16, 2025
Homeশিক্ষাক্যাম্পাসমহিউদ্দিন চৌধুরীর জম্মদিন উপলক্ষে চবি ছাত্রলীগের নানান আয়োজন

মহিউদ্দিন চৌধুরীর জম্মদিন উপলক্ষে চবি ছাত্রলীগের নানান আয়োজন

চবি প্রতিনিধি:
 
 
বীর চট্টলার সিংহ পুরুষ প্রয়াত নেতা আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে চবি ছাত্রলীগের কবর জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণ।
 
আজ মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে চবি ছাত্রলীগের প্রায় শতাধিক নেতা কর্মী শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের নেতৃত্বে প্রয়াত নেতা আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কবর জিয়ারত, জিয়ারত শেষে সকল কবর বাসী এবং মহিউদ্দিন চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
 
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের সুস্বাস্থ্যে এবং দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। জিয়ারত শেষে চবি ছাত্রলীগের নেতা কর্মীরা প্রিয় প্রয়াত নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।
 
 
এই বিষয়ে চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, চট্টলার সিংহ পুরুষ প্রয়াত নেতা আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরীর দৈহিক মৃত্যু হলেও, মহিউদ্দিন চৌধুরীর নীতি আদর্শ, সংগ্রাম ও সাহস, চট্টলার প্রতিটি মানুষের হৃদয়কে শাণিত করে চলেছে। সেই নীতি আদর্শে বলিয়ান হয়ে চট্টলার মানুষ তাদের হৃদয়ের মণিকৌটায় সহস্র বছর ধারণ করে রাখবে। মহিউদ্দিন চৌধুরী মরেও অমর হয়ে আছেন, তার কীর্তিময় সংগ্রাম মুখর আদর্শিক জীবনের জন্য৷
 
 
এই সময় উপস্থিত ছিলেন চবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুমন নাসির, গণ যোগাযোগ ও উন্নয়ন বিষয়ক উপ সম্পাদক হেমায়েত হোসেন হিমু, চবি ছাত্রলীগ নেতা শাহরিয়ার সৌরভ, আবদুল্লাহ আল নাহিয়ান রাফি,আলতাফ হোসেন, প্রিতম,কনক সরকার, ফজলে রাব্বি, সাদাফ খান, সৌমেন, ইয়াসিন,অভি সহ অন্যান্যরা।
এসএস/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments