Sunday, November 16, 2025
Homeপ্রচ্ছদকরোনা সন্দেহে বাবাকে রাস্তায় ফেলে গেলেন ছেলে

করোনা সন্দেহে বাবাকে রাস্তায় ফেলে গেলেন ছেলে

নিউজ ডেস্ক:
 
করোনা সন্দেহে বাবাকে সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাসস্ট্যান্ড এলাকায় ফেলে গেছেন ছেলে নজরুল। পরে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে পুলিশ।
 
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উল্লাপাড়া মডেল থানার ওসি দীপক কুমার দাস জানান, উপজেলার মানিকদিয়া গ্রামের ৭৫ বছরের বৃদ্ধ সোবহানের শ্বাসকষ্ট হচ্ছিলো। তার সন্তান নজরুল বাবার শ্বাসকষ্টের কথা শুনে করোনা সন্দেহে তাকে হাসপাতালে না নিয়ে শ্যামলী পাড়া বাসস্ট্যান্ডের পাশে ফেলে রেখে চলে যান।
 
ওসি আরো জানান, রাতে টহলের সময় পথের ধারে পড়ে থাকা ওই বৃদ্ধকে দেখতে পান তিনি। তার শ্বাসকষ্ট হচ্ছে এমন কথা ছেলে জানার পর তাকে এনে রাস্তার পাশে ফেলে রেখে গেছে বলে জানান তিনি।
 
পরে বৃদ্ধ সোবহানকে উদ্ধার করে চিকিৎসার জন্য কাওয়াক হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে পুর্ননাগাঁতী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এখন সেখানে তার চিকিৎসা চলছে।
 
দীপক দাস জানান, মানবিকতার দিক বিবেচনা করে চিকিৎসার জন্য তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সুস্থ হলে ছেলের কাছে তাকে ফিরেয়ে দেয়া হবে।

এমডি/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments