চমেক ছাত্রলীগ কর্মীদের উপর হামলার নিন্দা

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ছাত্রলীগ কর্মীদের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চমেক শাখা ছাত্রলীগ। এসময় হামলার মদদদাতা হিসাবে ডা. ফয়সাল ইকবাল চৌধুরীর শাস্তির দাবি করেন তারা।

সোমবার(৩ মে) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, গত ২৭ এপ্রিল ডা. ফয়সাল ইকবাল চৌধুরীর অনুসারী হিসাবে পরিচিত অবৈধ ইন্টার্ন চিকিৎসক পরিষদের কিছু চিকিৎসক ও বহিরাগত সন্ত্রাসী কর্তৃক হামলার স্বীকার হন চমেক ছাত্রলীগ কর্মী ইমন, জয়, অভিজিৎ, নাজিম, আতাউল্লাহসহ অনেকে।

এই ইন্টার্ণ চিকিৎসকরা কলেজ হাসপাতালের অভ্যন্তরে দালাল ব্যবসা, হাসপাতাল সংলগ্ন ঔষধের দোকান ও অন্যান্য ক্লিনিক , ডায়াগনস্টিক সেন্টারে চাঁদাবাজি এবং এ্যাম্বুলেন্স স্ট্যান্ড থেকে মাসিক বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ এর সাথে জড়িত । এসব অনিয়মের দরুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অসহায় রােগী ও তাদের স্বজনরা প্রতিনিয়ত ভােগান্তির শিকার হয়ে আসছে।

ডা. ফয়সাল ইকবাল চৌধুরীকে এই সিন্ডিকেটটির মদদদাতা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের টেন্ডার নিয়ন্ত্রণ, হাসপাতালের অন্যান্য চিকিৎসকদের ভয় – ভীতি প্রদর্শন এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত থাকার পাশাপাশি ডা. ইকবাল দুদক চিহ্নিত শীর্ষ দুর্নীতিবাজ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লেখিত সকল কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবার মান এবং শিক্ষার পরিবেশ বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে । তাই অতিসত্ত্বর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে , উক্ত অবৈধ সিন্ডিকেটের সাথে জড়িত সকল হামলাকারীদের আইনের আওতায় আনা এবং বাংলাদেশ ছাত্রলীগ , চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার ছাত্রলীগ কর্মীদের উপর আরােপিত মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী , চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রশাসন এবং হাসপাতাল প্রশাসনকে জোর দাবি জানাই।

এসএস/এমএইচ/বাংলাবার্তা