চবি ছাত্রলীগ নেতা থেকে কক্সবাজার জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক

বোরহান উদ্দিন:

হোসাইন আল মাসুম। ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ সভাপতি। পড়ালেখা শেষ করেছেন সমাজতত্ত্ব বিভাগ থেকে। ছোট বেলা থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে নিজেকে সম্পৃক্ত করেন। পরে ছাত্র রাজনীতি শেষ করে কক্সবাজার জেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক নিবার্চন হন।

এছাড়াও তিনি চট্টলবীর খ্যাত এবিএম মহিউদ্দিন চৌধুরীরর হাতে গড়া কর্মী। পরে বিশ্ববিদ্যালয় রাজনীতি শেষ করে নিজের জম্মস্থান কক্সবাজার জেলায় কৃষকলীগের রাজনীতিতে সময় দেন।

দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলা কৃষকলীগের দপ্তর সম্পাক পদটি খালি ছিল। পরে সে পদের প্রয়োজন অনুভব করে কেন্দ্রীয় কমিটি। তারা একজন দক্ষ ও কর্মঠ ও সাংগঠনিক লোক খোঁজছিলেন। পরে কেন্দ্রীয় কমিটি সে দপ্তর সম্পাদক পদে এ মাসের ৭ তারিখ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি হোসাইন আল মাসুমের নাম ঘোষণা করেন।

হোসাইন আল মাসুম বেড়ে উঠেছেন কক্সবাজার জেলার সমুদ্র দ্বীপ কুতুবদিয়া উপজেলার বড় ঘোপ ইউনিয়নের মাতাব্বর পাড়া গ্রামে থেকে। পরে সেখান থেকে বন্দরনগরী চট্টগ্রামে চলে আসে। ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। জড়িয়ে পড়েন শাখা ছাত্রলীগের রাজনীতিতে। ফলসরূপ ২০১৬ সালে চবি ছাত্রলীগের সহ সভাপতি পদ লাভ করেন।

এ বিষয় জানতে চাইলে হোসাইন আল মাসুম বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে এবং জননেত্রী শেখ হাসিনার একজন ছোট কর্মী হিসেবে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার নেতা ব্যারিস্টার মহিবুল হাসান নৌফেল ভাইয়ের ছায়াতলে থেকে কক্সবাজার কৃষকলীগকে একটি আর্দশিক সংগঠনে পরিণত করতে চাই। কৃষকের সুখ দুঃখে পাশে থাকবো। কৃষকলীগের একটি পরিবর্তন আনার স্বপ্ন দেখি। আপনাদের সবার সহযোগিতা পেলে এ কাজ আমি খুব সহজেই বাস্তবায়ন করতে পারবো।

এসএস/এমএইচ/বাংলাবার্তা