যুবলীগ নেতা লিমনের নিঃশর্ত মুক্তির দাবি চবি ছাত্রলীগের

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক শিক্ষার্থী ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগরের সংগঠক সাইফুল আলম লিমনকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেফতারের নিন্দা জানিয়েছে চবি শাখা ছাত্রলীগ।

শনিবার (৭ অক্টোবর) চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জামাত-শিবির বিরোধী আন্দোলনের অন্যতম নেতা বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ সম্পাদক সাইফুল আলম লিমনকে ৫ নভেম্বর মধ্যরাতে তার নিজ বাসা থেকে সাদা পোশাকধারী পুলিশ গ্রেফতার করে। পূর্বের কোন মামলা ও বিনা ওয়ারেন্টে ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্য প্রণোদিত অস্ত্র মামলা দিয়ে গ্রেফতার দেখানো হয়েছে।

বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা এ ষড়যন্ত্র ও মিথ্যা মামলার তীব্র নিন্দা জানায়। পাশাপাশি, সাইফুল আলম লিমনের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি আমরা। অন্যথায় মুক্তির দাবিতে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।’

এমএইচ/বাংলাবার্তা