চেয়ারম্যান তারেক শরিফের সাথে মোহাম্মাদ শাহ ঘোনা ছাত্র পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক:

কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন উসমান শরীফের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে মোহাম্মদ শাহ ঘোনা ছাত্র পরিষদের নব গঠিত কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

সোমবার মোহাম্মদ শাহ ঘোনা ছাত্র কল্যাণ পরিষদ কালারমারছড়া ইউনিয়ন পরিষদে তারা এ সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় চেয়ারম্যান ছাত্র পরিষদের সাফল্য কামনা করেন এবং ছাত্র পরিষদের সামাজিক,মানবিক,আর্থিক সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।

এছাড়া এলাকার গরিব,ঝরে পড়া ছাত্রদের এবং দূর্বল,অসহায় পরিবারের মেয়েদের বিবাহত্তোর আর্থিক সাহায্য করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বোপরি মোহাম্মদ শাহঘোনা ছাত্র কল্যাণ পরিষদের হাত ধরে সমাজ থেকে সমাজে আলো ছড়ানোর তাগিদ দেন।

 

এসএস/এমএইচ/বাংলাবার্তা