নিজস্ব প্রতিবেদক:
প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অর্ধ শতাধিক গাছের চারা রোপণ করেছে লিও ক্লাব অব নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) রয়েল কিংস।
লায়ন্স জেলা ৩১৫এ১ এর সম্মানিত জেলা গভর্নর; লায়ন মোঃ নজরুল ইসলাম সিকদার পিএমজেএফ এ বছর ডাক দিয়েছেন,” সেবার মাধ্যমে বন্ধুত্ব ও নেতৃত্ব ” এ ডাকে সাড়া দিয়ে লায়ন্স ক্লাব অব ঢাকা কিংসের স্পন্সরকৃত ষষ্ঠ লিও ক্লাব “নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়” বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে।
যা নতুন লায়ন্স বর্ষের একটি শুভ সূচনা হিসেবে ক্লাব সদস্যদের উৎসাহ এবং অনুপ্রেরণা যোগাবে।
বুধবার (৮ জুলাই, ২০২০) সকালে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানায় অর্ধ-শতাধিক ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপন করেন ক্লাবটির সভাপতি লিও হাসিব আল আমিন ও ক্লাব সদস্যরা। সার্বিক সহযোগিতা ও উক্ত প্রোগ্রামটি সম্পূর্ণ স্পন্সর করেছেন লায়ন্স ক্লাব অব ঢাকা কিংস এর সম্মানিত সদস্য লায়ন মোহাম্মদ জাকির হোসাইন।
এ বিষয়ে জানতে চাইলে লায়ন জাকির হোসাইন জানান, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা আমাদের সকলের জন্য জরুরি। পরিবেশ সুন্দর থাকলে আমাদের আগামী প্রজন্ম সুন্দরভাবে বেড়ে উঠবে। এতে সার্বিক তত্বাবধান করেছেন ক্লাবটির লিও ক্লাব এডভাইজর লায়ন আজহার মাহমুদ পিএমজেএফ।
লায়ন আজহার মাহমুদ বলেন, পরিবেশকে জীবনবান্ধব করে তোলার ক্ষেত্রে গাছ লাগানোর কোনও বিকল্প নেই। গাছ ছাড়া পৃথিবীতে জীবনের অস্তিত্ব কল্পনা করা যায় না। তাই সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পরামর্শ দেন তিনি।
এমডি/এমএইচ/বাংলাবার্তা