অবশেষে ফিরেছে গণধর্ষণের পর লাশ ঘুম হওয়া ৫ম শ্রেণীর ছাত্রী দিসা

172
নিজস্ব প্রতিবেদকঃ
ধর্ষণের পর নদীতে লাশ ফেলে দেয়া স্কুল ছাত্রীর থানায় হাজির হওয়ার ঘটনা সংবাদ হাইকোর্টের নজরে এনেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
আজ সোমবার সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং মোঃ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চ- এ উক্ত বিষয়টি উপস্থাপন করা হয়।
 
সোমবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
 
ঘটনার বিবরণ এই যে, গত ৪ জুলাই, ২০২০ তারিখে ৫ম শ্রেণির ছাত্রী দিসা নিখোঁজ হয়। গত ৬ আগস্ট নিখোঁজ স্কুল ছাত্রী দিসার বাবা জাহাঙ্গীর হোসেন নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অপহরণ মামলা দায়ের করে। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ আব্দুল্লাহ, রকিব এবং খলিল নামে ৩ জনকে গ্রেফতার করেন। তারা ৯ আগস্ট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবানবন্দি দেয়। স্বীকার করে যে, তারা ৫ম শ্রেণির ছাত্রী দিসাকে গণধর্ষণের পর হত্যা করে লাশ শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দেয়।
 
জবানবন্দি গ্রহণের পর আসামিদের জেলে পাঠানো হয়। কিন্তু গতকাল ২৩ আগস্ট দিসাকে খুঁজে পাওয়া গেছে। সে বর্তমানে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের হেফাজতে হয়েছে। এখন প্রশ্ন দেখা দিয়েছে আসামীরা কীভাবে ধর্ষণ ও হত্যা সম্পর্কিত স্বীকারোক্তি দিয়েছে। যেখানে দিসা অক্ষত অবস্থায় ফেরত এসেছে।
 
এই সকল বিষয় শুনে মহামান্য হাইকোর্ট আইনজীবীকে একটি আবেদন জমা দিতে বলেছেন। আদালত আবেদনের প্রেক্ষিতে শুনানি অন্তে যথাযথ আদেশ দিবেন।
এসএইচ/এফএম/বাংলাবার্তা