Thursday, November 13, 2025
Homeআন্তর্জাতিকসুইডেনে কোরআন পোড়ানোর বিরুদ্ধে মুসলিমদের বিক্ষোভ

সুইডেনে কোরআন পোড়ানোর বিরুদ্ধে মুসলিমদের বিক্ষোভ

আন্তর্জাতিক বার্তাঃ

সুইডেনের তৃতীয় বৃহত্তম শহর মালমোতে কোরআন পোড়ানোর কেন্দ্র করে বিক্ষোভ করেছে ক্ষুব্ধ মুসলিমরা । শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। এসময় কিছু তরুণ গাড়িতে আগুন দেয় এবং পুলিশের দিকে ইট পাটকেল ছোড়ে।

পুলিশ জানায় প্রায় শ তিনেক মানুষ, যাদের অধিকাংশই তরুণ, তারা ওই বিক্ষোভে অংশ নেয়।

জানা যায়,ডেনমার্কের কট্টর দক্ষিণপন্থী রাজনীতিক রাসমুস পালাদুন কোরান পোড়ানোর ওই ঘটনায় অংশ নিতে চেয়েছিলেন, কিন্তু সুইডিশ পুলিশ তাকে ঢুকতে দেয়নি। তবে তার সমর্থকরা এরপরও কোরআন
পোড়ানোর এই ঘটনায় অংশ নেয়।

রাসমুস পালাদুন কট্টর দক্ষিণপন্থী স্ট্রাম কুর্স দলের নেতা। ডেনমার্কে বর্ণবাদ এবং অন্যান্য অপরাধে তাকে এক মাসের জেল দেয়া হয়েছিল। তার দলের সোশ্যাল মিডিয়া চ্যানেলে ইসলাম বিরোধী
ভিডিও পোস্ট করার অভিযোগে তার সাজা হয়।

এঘটনায় বিক্ষোভকারীদের প্রায় ২০ জনকে আটক করা হয়েছে বলে জানা যায়।তবে আটকৃতদের ছেড়ে দেয়া হয়েছে বলে এএফপি’কে জানায় পুলিশ মুখপাত্র পেত্রিক ফোর্স।

সূত্র : বিবিসি,আলজাজিরা,এএফপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments