ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সেবায় ছাত্রলীগ নেতা ইকবাল

চবি প্রতিনিধি: প্রতি বছরের ন্যায় এবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে দেশের ৬৪ জেলা থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে খাবার পানি ও মাস্ক বিতরণ করেছে হাটহাজারী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ইকবাল হোসাইন।

বুধবার (২৭ অক্টোবর) সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ সেবা চালু রাখা হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা রকিবুল ইসলাম বাবু।

হাটহাজারী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইকবাল হোসাইন বলেন, সব সময় চেয়েছি মানুষের পাশে দাড়াঁতে। সুখে দুঃখে পাশে থাকতে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আশা ভর্তিইচ্ছু শিক্ষার্থীদের বিনামূল্যে খাবার পানি ও মাস্ক সরবরাহ দিচ্ছি।

তিনি আরও বলেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম ভাইয়ের নির্দেশনায় যতদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ ভর্তি কার্যক্রম চলমান থাকবে ততদিন আমাদের এ সেবা চলবে।

এসএস/এমএইচ/বাংলাবার্তা