ক্যাম্পাসে আটকে পড়াদের নিয়ে চবি ছাত্রলীগের ইফতার আয়োজন

216

চবি প্রতিনিধিঃ

লকডাউনে আটকে পড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী, পথচারী ও শ্রমিকদের নিয়ে ভিন্ন আয়োজনে মেতেছেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু। প্রতিদিন তাদের সঙ্গে ইফতারের আয়োজন করছেন তিনি।

জানা গেছে, প্রথম রমজানের শুরু থেকেই স্বাস্থ্যবিধি মেনে সকলের জন্য ইফতারের আয়োজন করে যাচ্ছেন চবি ছাত্রলীগের এই নেতা। এ আয়োজন রমজানের শেষদিন পর্যন্ত চলমান থাকবে বলেও জানিয়েছেন তিনি।

এ বিষয়ে ইকবাল হোসেন টিপু বলেন, লকডাউনের কারণে ইফতারের দোকানসহ অধিকাংশ দোকানপাটই বন্ধ থাকছে। ফলে সাধারণ শিক্ষার্থীসহ রিকশাচালক ও দরিদ্র শমিকরা চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন। তাদের কথা মাথায় রেখে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের নির্দেশনায় এই ইফতার আয়োজন। যতদিন শিক্ষার্থীরা ও ক্যম্পাসের মেহনতি ভাইয়েরা কষ্টে থাকবে ততদিন আমার এ আয়োজন চলমান থাকবে।

এফএম/বাংলাবার্তা