Thursday, November 13, 2025
Homeশিক্ষাক্যাম্পাসআওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে চবি শিক্ষক রেজাউল করিম

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে চবি শিক্ষক রেজাউল করিম

চবি প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য মনোনীত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযােগী অধ্যাপক রেজাউল করিম।

সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি ও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর এবং সদস্য সচিব প্রকৌশলী মো. আব্দুস সবুর ২০১৯-২০২১ মেয়াদের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় এই উপকমিটির অনুমোদন দেন।

রেজাউল করিম বিশ্ববিদ্যালয়ের অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্টেরও দায়িত্ব পালন করছেন। এর আগে ২০১০ সালে তিনি শহীদ আব্দুর রব হলের আবাসিক হিসেবে দায়িত্ব পালন করেন।

সম্প্রতি তিনি বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সহ-সভাপতি নির্বাচিত হন।

২০১১ ও ১৯ সালে তিনি এক বছর করে সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময় ভারপ্রাপ্ত প্রক্টর ও ২০১৩ সালে শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদকও ছিলেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রেজাউল করিম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ঘোষিত ভিশন ও মিশন বাস্তবায়নে এবং জ্ঞানভিত্তিক সমাজ বিণির্মানে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাবো।

এফএম/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments