প্রধানমন্ত্রীর জন্মদিনে ওমরগণি কলেজ ছাত্রলীগের আনন্দ র‍্যালি

97

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের অন্যতম উন্নয়নশীল দেশ বাংলাদেশ। যার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ২৮ সেপ্টেম্বর।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জন্মদিনে দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ সংগঠনটির সর্বস্তরের নেতাকর্মীরা।

এদিন ওমরগণি এম.ই.এস কলেজ ছাত্রসংসদের ভি.পি. মোঃ ওয়াসিম উদ্দীন চৌধুরীর নির্দেশনায় এম.ই.এস কলেজ ছাত্রলীগ একটি আনন্দ র‍্যালির আয়োজন করে।

র‍্যালিটি এম.ই.এস কলেজ ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম প্রমি ও এস.এম.আলামিন বাবুর নেতৃত্বে নগরীর জি.ই.সি. মোড় হতে শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমির সামনে হয়ে গোলপাহাড় মোড় প্রদক্ষিণ করে পুনরায় জি.ই.সি. মোড়ে এসে শেষ হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য মোশরাফুল হক পাভেল, এম.ই.এস কলেজ ছাত্রলীগ নেতা আল আমিন মাহমুদ নাঈম,ই ফতেখার আবীর আলভী, তোফায়েল হোসেন তুহিন। এছাড়াও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মানিক, এম.ই.এস কলেজ ছাত্রলীগ নেতা মোমিনুল হক সুমন, সৈকত দাশ, সিবগাতুল্লাহ সিফাত, মেসকাত ফারাবী আয়াত, রাকিব, শোভন চৌধুরী, বান্টি, হৃদয়, মুন্না, নাঈম, পরাগ, সাদমান, তুহিন প্রমুখ।

এসএস/বাংলাবার্তা